সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে সাঙ্গ হচ্ছে বাংলার ভোটযজ্ঞ (West Bengal Assembly Elections 2021)। শেষ দফার ভোটের পরই বিভিন্ন সমীক্ষক সংস্থা নিজেদের বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করবে। যা কিনা সম্ভাব্য ফলাফলের আভাস হিসেবে দাবি করা হয়। ২ মে ফলপ্রকাশের আগে সম্ভাব্য ফলাফল নিয়েই চলবে কাটাছেড়া। কিন্তু প্রশ্ন হল, এই যে এক্সিট পোল নিয়ে এত মাতামাতি করা হয়, তা আদৌ আসল ফলাফলের সঙ্গে মেলে তো? সত্যিই কি ভোটের আসল ফলাফলের আভাস মেলে তথাকথিত এই এক্সিট পোলগুলিতে?
অতীতে বহুবার দেখা গিয়েছে, এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষার সঙ্গে আসল ফলাফল একেবারেই মেলেনি। সমস্ত সমীক্ষক সংস্থা এক্সিট পোলের যে ফলাফল প্রকাশ করেছে, আসল ফলাফল তার উলটো হয়েছে। আবার এক্সিট পোলের (Exit Poll) সঙ্গে আসল ফলাফল হুবহু মিলে গিয়েছে, এমন নজিরও কমবেশি আছে। যেমন বাংলার ক্ষেত্রেই ২০১৬ সালে অধিকাংশ এক্সিট পোলেই সঠিক ফলাফলের আভাস মিলেছিল। গত বিধানসভা নির্বাচনের এক্সিট পোলে প্রায় সব সংস্থায় আভাস দিয়েছিল সরকার গড়তে চলেছে তৃণমূল কংগ্রেস (TMC)। তবে, আসনের ব্যবধান নিয়ে সংশয় ছিল অনেকের।
একনজরে দেখে নেওয়া যাক ২০১৬ নির্বাচনে কোন সংস্থার এক্সিট পোলে কী দেখানো হয়েছিল:
সি-ভোটার: তৃণমূল ১৬৭, বাম-কংগ্রেস ১২০, বিজেপি ৪, অন্যান্য ৩
ইন্ডিয়া টুডে: অ্যাক্সিস: তৃণমূল ২৪৩, বাম-কংগ্রেস ৪৪, বিজেপি ৪, অন্যান্য ৩
টুডেজ চাণক্য: তৃণমূল ২১০, বাম-কংগ্রেস ৭০, বিজেপি ১৪, অন্যান্য ০
এবিপি-নিয়েলসন: তৃণমূল ১৬৩, বাম-কংগ্রেস ১২৬, বিজেপি ১, অন্যান্য ৪
এনডিটিভি: তৃণমূল ১৮৪, বাম-কংগ্রেস ১০৩, বিজেপি ৫, অন্যান্য ২
নিউজ নেশন: তৃণমূল ১৫৩, বাম-কংগ্রেস ১৩৬, বিজেপি ০, অন্যান্য ৫
ব্রেস-নিউজ টাইম: তৃণমূল ২১৪, বাম-কংগ্রেস ৭২, বিজেপি ৩, অন্যান্য ৫
বাংলার চূড়ান্ত ফলাফল: তৃণমূল ২১১, বাম ৩৫, কংগ্রেস ৪২, বিজেপি ৩, অন্যান্য ৪
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.