Advertisement
Advertisement

Breaking News

WB Weather Update

WB Weather Update: কালীপুজোয় কেমন থাকবে আবহাওয়া? জানাল হাওয়া অফিস

পশ্চিমের জেলাগুলোয় তাপমাত্রা ইতিমধ্যেই নেমেছে ২০ ডিগ্রির নিচে।

WB Weather Update: Here is Weather forecast during Kali Puja 2023 | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:November 10, 2023 2:02 pm
  • Updated:November 10, 2023 5:15 pm  

নিরুফা খাতুন: বেশ কিছুদিন আগেই বদলাতে শুরু করেছে আবহাওয়া। সকালে ও রাতে অনুভূত হচ্ছে শিরশিরানি। কালীপুজোতেও বজায় থাকবে শীতের আমেজ, এমনটাই জানাল হাওয়া অফিস।

আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, কালীপুজোতেও (Kali Puja 2023) বঙ্গজুড়ে বজায় থাকবে শীতের আমেজ। ভাইফোঁটাতেও অনুভূত হবে শীতের হালকা শিরশিরানি। অর্থাৎ মোটের উপর মনোরম থাকবে পরিবেশ। পরিষ্কার থাকবে আকাশ। কলকাতার তাপমাত্রা ভাইফোঁটা পর্যন্ত সর্বনিম্ন থাকবে ২০ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বইবে উত্তুরে হাওয়া। পশ্চিমের জেলাগুলোতে ইতিমধ্যেই তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নেমেছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের তাপমাত্রা ১৬ থেকে ১৮ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। এই সপ্তাহে শীতের আমেজ থাকবে দক্ষিণবঙ্গের সব জেলায়।

Advertisement

[আরও পড়ুন: Suvendu Adhikari: নন্দীগ্রামের শহিদ মঞ্চে ‘চোরমুক্ত’ বাংলা গড়ার ডাক শুভেন্দুর, ‘আপনিই গ্রেপ্তার হবেন’, পালটা কুণালের]

উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বাকি কোনও জেলায় আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই খবর। উত্তরবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও শীতের আমেজ ক্রমশ বাড়তে থাকবে। প্রসঙ্গত, পূর্ব মধ্য আরব সাগরে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপ ওই এলাকাতেই শক্তি হারাবে। যদিও এই নিম্নচাপের বাংলায় কোনও প্রভাব পড়ার আশঙ্কা নেই। এছাড়া একটি ঘূর্ণাবর্ত রয়েছে কোমোরিন ও সংলগ্ন এলাকায়। উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে।

[আরও পড়ুন: সাতসকালে হাওড়ার ফোরশোর রোডের গুদামে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement