সৌরভ মাজি, বর্ধমান: তাঁর ‘ধ্যানজ্ঞান’ রাজনীতি! দিনভর দলের কাজেই দেখা যায় তাঁকে। গরমাগরম বাক্যবাণ যাঁর পরিচয়। সেই দিলীপ ঘোষ কিনেছেন কোটি টাকার ফ্ল্যাট। উত্তরাধিকার সূত্রেও পেয়েছেন লাখ টাকার বাড়ি। ব্য়াঙ্কেও রয়েছে লক্ষাধিক টাকা। সবমিলিয়ে বেশ ‘বড়লোক’ বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী।
বুধবার মনোনয়ন জমা করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি। কমিশনের ওয়েবসাইটেই প্রকাশিত হয়েছে তাঁর তথ্য। দিলীর ঘোষের স্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৪২ লক্ষ টাকা। তাঁর নামে থাকে কৃষিজমির পরিমাণ ১.৮৮ একর। যার বাজারমূল্য ৪০ লক্ষ টাকা। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত কুলিয়ানার বাড়ির আয়তন ৮০০ বর্গফুট। বাজারমূল্য ৩ লক্ষ টাকা। লেদার কমপ্লেক্সে থানা এলাকায় নিজে একটি ৩ হাজার ৪৮৩ বর্গফুটের ফ্ল্যাট কিনেছেন। বর্তমানে যার দাম ৯৯ লক্ষ টাকা। ২০১৯ সালে দেওয়া হলফনামা অনুযায়ী দিলীপের স্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ৩২ লক্ষ টাকা টাকা। পাঁচ বছরে ৪ গুণ বেড়েছে তাঁর সম্পত্তির পরিমাণ।
বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থীর অস্থাবর সম্পত্তিও নেহাত কম নয়। কমিশনে জমা দেওয়া হলফনামায় দিলীপ জানিয়েছেন, তাঁর হাতে নগদ ৩ লক্ষ ৫০ হাজার টাকা রয়েছে। তাঁর তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ১৮ লক্ষ ৫৪ হাজার ৪১৩ টাকা। ১ লক্ষ ৪০ হাজার টাকার জীবন বিমা রয়েছে। পোস্ট অফিসেও রয়েছে তাঁর অর্থ-৩ লক্ষ ৩১ হাজার ৭৬ টাকা। অন্যান্য ক্ষেত্রেও তাঁর বিনিয়োগ। যথাক্রমে ৪ লক্ষ ৫০ হাজার, ৫ লক্ষ টাকা এবং ৪ লক্ষ ২০ হাজার টাকা বিনিয়োগ করেছেন তিনি। মোট পরিমাণ ৪০ লক্ষ ৪৫ হাজার ৫৮৯ টাকা। ২০১৯ সালে দেওয়া হলফনামা অনুযায়ী দিলীপের অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ১৩ লক্ষ ৩৬ হাজার টাকার কিছু বেশি। এক্ষেত্রেও তাঁর অস্থাবর সম্পত্তিও বেড়েছে ৩ গুণ।
সাংসদ হিসেবে দিলীপ ঘোষের বার্ষিক আয় কত, তাও জানিয়েছেন হলফনামায়। ২০২২-২৩ আর্থিক বছরে তাঁর আয় ৯ লক্ষ ৩৩ হাজার ৯৫০ টাকা। তবে তাঁর গাড়ি বা দামি গয়না নেই। তবে গৃহঋণ রয়েছে দিলীপের। পরিমাণ ৫০ লক্ষ টাকা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.