Advertisement
Advertisement

Breaking News

Shahnawaz Ali Raihan

পড়াশোনা বিদেশে, লন্ডন থেকে CAA’র প্রতিবাদ, চেনেন ভোট ময়দানে নামা তৃণমূলের নয়া প্রার্থীকে?

রাজনীতিতে নতুন হলেও মালদহের ভূমিপুত্র শাহনওয়াজ আলি রেহান।

Here is details of TMC candidate Shahnawaz Ali Raihan
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 15, 2024 8:06 pm
  • Updated:April 15, 2024 9:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পড়াশোনা অক্সফোর্ডে। লন্ডনের বুকে দাঁড়িয়ে সিএএ-এর প্রতিবাদ করেছিলেন। যা সাড়া ফেলে দিয়েছিল দেশে। আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে লড়াইয়ে সেই শাহনওয়াজ আলি রেহান। মালদহ দক্ষিণ আসনের প্রার্থী তিনি। আসুন চিনে নেওয়া যাক এই প্রার্থীকে।

Advertisement

মালদহের কালিয়াচক ২ নম্বর ব্লকের মোথাবাড়ি বিধানসভার হামিদপুরের পশ্চিম তোফি গ্রামের বাসিন্দা শাহনওয়াজ আলি রেহান। পড়াশোনা ফরাক্কার এনটিপিসি হাই স্কুলে। পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতীতে পড়াশোনা করেন শাহনওয়াজ আলি। বর্তমানে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছেন। যুক্ত রয়েছেন আরও এক বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও। বিভিন্ন জায়গায় লেখালেখিও করতেন তিনি। শাহনওয়াজের স্ত্রী পেশায় চিকিৎসক। তিনিও স্বামীর সঙ্গেই থাকেন ভিনদেশে। তবে কিছুদিন আগেই তাঁরা ফিরেছেন মালদহে। তার পরই তাঁকে লোকসভার লড়াইয়ে শামিল করেছে শাসকদল। এখন মা-মাটি-মানুষের কথা বলতে আমজনতার দরবারে ছুটছেন শাহনওয়াজ আলি।

[আরও পড়ুন: বিজেপিতে যেতে চেয়েছিলেন উদয়ন! দিনহাটার সভা থেকে বিস্ফোরক শুভেন্দু]

রাজনীতির ময়দানে একেবারেই নতুন শাহনওয়াজ আলি। কীভাবে তাঁর তৃণমূলে যোগ? এ বিষয়ে স্পষ্টভাবে কোনও তথ্য মেলেনি। তবে শোনা যায়, যে সময় সিএএ-এর বিরোধিতায় লন্ডনের বুকে দাঁড়িয়ে প্রতিবাদে শামিল হয়েছিলেন, তখন তৃণমূলের চোখে পড়েন শাহনওয়াজ। পরবর্তীতে ধীরে ধীরে দলে যোগ ও প্রার্থী হওয়া। একদিকে বিজেপির প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী, কংগ্রেসের হয়ে লড়বেন আবু হাসেম খান চৌধুরীর পুত্র ইশা খান। তাঁদের টেক্কা দিয়ে এগিয়ে যেতে পারবেন শাহনওয়াজ? উত্তর মিলবে ভোটের ফলাফলে।

[আরও পড়ুন: ‘কপ্টারের ট্রায়াল রানে বাধার অধিকার নেই আয়কর দপ্তরের’, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি অভিষেকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement