Advertisement
Advertisement
Corona Virus

টানা তিনদিন ঊর্ধ্বমুখী রাজ্যের করোনা গ্রাফ, ফের চিন্তা বাড়াচ্ছে কলকাতা

কোন জেলার কী পরিস্থিতি?

Here is daily update on Bengal COVID-19 situation | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:January 7, 2021 8:16 pm
  • Updated:January 7, 2021 8:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী কাল রাজ্যের সব জেলায় কোভিড টিকার (COVID Vaccine) ড্রাই রান। গণটিকাকরণের প্রস্তুতি তুঙ্গে। এর মাঝে ফের চিন্তা বাড়াচ্ছে বাংলার করোনা (Corona Virus) সংক্রমণের হার। টানা তিনদিন ঊর্ধ্বমুখী রাজ্যের করোনা গ্রাফ। তবে কমেছে মৃত্যু। সুস্থতার হারও স্বস্তিদায়ক। তবে দৈনিক সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চিন্তিত চিকিৎসকরা।

স্বাস্থ্যদপ্তরের বৃহস্পতিবারের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৯২১ জন। ফলে এ রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫ লক্ষ ৫৮ হাজার ১৭৩ জন। গত ২৪ ঘণ্টায় সর্বাধিক কোভিড সংক্রমিতের হদিশ মিলেছে কলকাতায়। একদিনে মহানগরে করোনা সংক্রমিত হয়েছেন ২৪০ জন। এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে সংক্রমিতের সংখ্যা ২২৩ জন। এই দুই জেলা ছাড়া অন্য কোথাও একদিনে শতাধিক কোভিড সংক্রমিতের হদিশ মেলেনি। ফলে উদ্বেগের মাঝেই স্বস্তি দিচ্ছে এই পরিসংখ্যান।

Advertisement

[আরও পড়ুন: বামেদের নীতি ভুল ছিল, কিন্তু ভাল কাজ‌ও করেছে: শুভেন্দু অধিকারী]

বাংলার মোট করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে পাঁচ লক্ষ পেরিয়ে গেলেও চিকিৎসাধীন রোগীর সংখ্যা অনেকটাই কম। বুলেটিন বলছে, বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে চিকিৎসাধীন কোভিড রোগীর সংখ্যা ৮ হাজার ৪৭৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ লক্ষ ৩৯ হাজার ৮১৬ জন। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ২৯৫ জন। ফলে রাজ্যের সুস্থতার হার ৯৬.১৭ শতাংশ। 

বাংলায় কোভিডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৮৮১ জন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৮ জনের। সর্বাধিক মৃত্যুর সাক্ষি রয়েছে কলকাতা। একদিনে ৬ জন জন কোভিড আক্রান্তের মৃত্যু হয়েছে। এর পরে রয়েছে উত্তর ২৪ পরগনা (৪), হাওড়া (৩). হুগলি (৩), পশ্চিম বর্ধমান (১) এবং বাঁকুড়া (১)।

[আরও পড়ুন: মিলল না পুলিশের অনুমতি, বর্ধমানে নাড্ডার রোড শো’র রুট বদল করে তোপ বিজেপির]

এদিন অবশ্য আগের চেয়ে বেশি সংখ্যক নমুনা পরীক্ষা করা হয়েছে। সরকারি খতিয়ান বলছে, একদিনে রাজ্যে ৩৫ হাজার ৮৬৭টি নমুনা পরীক্ষা হয়েছে। তার মধ্যে ৭.৬১ শতাংশের রিপোর্ট পজিটিভ এসেছে। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement