Advertisement
Advertisement

Breaking News

নমুনা পরীক্ষা বাড়তেই বাংলায় বাড়ল দৈনিক করোনা সংক্রমণ, বৃদ্ধি পেল মৃতের সংখ্যাও

আশার আলো সুস্থতার হার।

Here is all update about Bengal' COVID situation | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:December 29, 2020 8:27 pm
  • Updated:December 29, 2020 8:32 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর শেষে সামান্য উদ্বেগ বাড়াল বাংলার করোনা (Corona Virus) চিত্র। গত ২৪ ঘণ্টার চেয়ে মঙ্গলবার বাড়ল দৈনিক কোভিড সংক্রমিতের সংখ্যা। বেড়েছে মৃত্যুও। আবার সামান্য কমেছে সুস্থতার হারও। 

স্বাস্থ্য দপ্তরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ১ হাজার ২৪৪ জন। যা সোমবার তুলনায় কিছুটা বেশি। এর মধ্যে সর্বাধিক করোনা আক্রান্তের হদিশ মিলেছে উত্তর ২৪ পরগণা। একদিনে এই জেলায় করোনা সংক্রমিত হয়েছে ৩১৫ জন। এ নিয়ে দৈনিক করোনা সংক্রমণের নিরিখে টানা ৭২ ঘণ্টা রাজ্যে শীর্ষস্থানে রইল এই জেলা। এর পিছনেই রয়েছে কলকাতা। গত ২৪ ঘণ্টায় মহানগরে করোনা আক্রান্ত হয়েছেন ২৭০ জন। অন্য জেলাগুলিতে করোনা সংক্রমিতের সংখ্যা ১০০ পার করেনি।

Advertisement

[আরও পড়ুন : শালিমার স্টেশনের বাইরে শুটআউট, গুলিবিদ্ধ স্থানীয় তৃণমূল নেতা]

এদিন রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ লক্ষ ৪৯ হাজার ৭১৫ জন। তাঁদের মধ্যে চিকিৎসাধীন কোভিড রোগীর সংখ্যা ১২ হাজার ৭৮৮ জন। কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ২৭ হাজার ২৭২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় কোভিডমুক্ত হয়েছেন ১ হাজার ৫৮৭ জন। যা সোমবারের তুলনায় সামান্য কম। তবে বাংলায় কোভিড থেকে সেরে ওঠার হার ৯৫.৯২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় বাংলায় মৃত্যু হয়েছে ৩০ জনের। ফলে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৬৫৫ জন। এদিন সর্বাধিক মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়। একদিনে ৯ কোভিড আক্রান্তের মৃত্যু হয়েছে ওই জেলায়। এদিকে কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনায় মৃত্যু হয়েছে  ৪ জনের। 

[আরও পড়ুন : ‘বিজেপি যোগ তৈরির চেষ্টা দুঃখজনক, দিদির সঙ্গে আছি’, টুইটে অবস্থান স্পষ্ট করলেন জিতেন্দ্র]

এদিন গত ২৪ ঘণ্টার তুলনায় নমুনা পরীক্ষাও বেড়েছে। রবিবার ৩৮ হাজার ১১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। সোমবার সেই সংখ্যাটা কমে দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৫।  মঙ্গলবার বাংলায় ৩৭ হাজার ২৪৫ জনের কোভিড টেস্ট হয়েছে। ফলে বেশি সংক্রমিতের হদিশ মিলেছে। এখনও পর্যন্ত মোট কোভিড টেস্ট হয়েছে ৭০ লক্ষ ৩১ হাজার ৬৬ জনের। তার মধ্যে ৭.৮২ শতাংশের রিপোর্ট পজিটিভ এসেছে। তবে উৎসবের মরশুমে বিভিন্ন এলাকায় যে হারে ভিড় বাড়ছে, তাতে ফের সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement