Advertisement
Advertisement
Corona Virus

টানা চারদিন নিম্নমুখী রাজ্যের কোভিড গ্রাফ, নিয়ন্ত্রণে কলকাতার সংক্রমণও

কমছে মৃত্যুও।

Here is all daily update for Bengal Corona Virus situation | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Paramita Paul
  • Posted:January 16, 2021 8:20 pm
  • Updated:January 16, 2021 8:29 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনাকে (Corona Virus) হারাতে শুরু হয়ে গিয়েছে টিকাকরণ। সেই প্রক্রিয়ার প্রথমদিনই আরও নিম্নমুখী রাজ্যের কোভিড গ্রাফ। কমেছে মৃত্যুও। সবমিলিয়ে রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে অবশেষে স্বস্তির নিশ্বাস ফেলছে রাজ্য স্বাস্থ্যদপ্তর।

শনিবারের সরকারি বুলেটিন বলছে, একদিনে বাংলায় (Bengal) করোনা আক্রান্ত হয়েছেন ৬০৯ জন। শুক্রবার এই সংখ্যাটা ছিল ৬২৩ জন। সরকারি তথ্যের নিরিখে এদিন সর্বাধিক করোনা আক্রান্তের হদিশ মিলেছে উত্তর ২৪ পরগনায় (১৮৬)। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা (১৫০)। রাজ্যে অন্য কোনও জেলায় শতাধিক করোনা আক্রান্তের হদিশ নেই।

Advertisement

[আরও পড়ুন : ডাক্তার-স্বাস্থ্যকর্মী না হয়েও করোনা টিকা নিলেন কয়েকজন বিধায়ক! ক্ষোভপ্রকাশ বিজেপির]

এদিন রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ৬৪ হাজার ৭০৭ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৫ লক্ষ ৪৭ হাজার ৫১৫ জন। ফলে এ রাজ্যে অ্যাকটিভ অর্থাৎ চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ৭ হাজার ১৫১ জন। গত ২৪ ঘণ্টায় করোনাকে জয় করেছেন ৬৬৬ জন। ফলে বাংলায় সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৬.৯৬ শতাংশ।

তবে স্বাস্থ্যদপ্তরের চিন্তা বাড়াচ্ছে রাজ্যের করোনায় মৃত্যুহার। গত কয়েকদিনের তুলনায় সামান্য কমলেও এখনও ১০-এর নিচে নামেনি করোনায় দৈনিক মৃত্যু। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনায় মৃত্যু হয়েছে ১৫ জনের। এর মধ্যে সর্বাধিক মৃত্যুর সাক্ষি উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৬ জনের। কলকাতা ২ জনের। যা গত  কয়েক মাসে সর্বনিম্ন। পাশাপাশি হাওড়া, দুই বর্ধমান, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া ও কালিম্পং জেলায় মোট ৭ জনের মৃত্যু হয়েছে। 

[আরও পড়ুন : আলিপুরদুয়ারে প্রথম করোনা টিকা প্রাপকদের তালিকায় বিধায়ক সৌরভ চক্রবর্তী! তুমুল বিতর্ক]

রাজ্যে টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়ে গেলেও কোভিডবিধিতে সামান্য ঢিলে দিতে রাজি নয় রাজ্য সরকার। এমনকী, কেন্দ্রও জানিয়ে দিয়েছে, টিকা এলেও মানতে হবে বিধিনিষেধ। তাই নিয়ম মেনে প্রতিদিন করোনা পরীক্ষা চালিয়ে যাচ্ছে রাজ্য স্বাস্থ্যদপ্তর। গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে করোনা পজিটিভ হয়েছে ৭.৪১ শতাংশ। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement