ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবারের স্বস্তি উধাও। রবিবার ফের ঊর্ধ্বমুখী রাজ্যের করোনা গ্রাফ। টানা তিনদিন রাজ্যের কোভিড (COVID-19) আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পর শনিবার সেই সংখ্যাটা সামান্য কমে। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হল না।
স্বাস্থ্যদপ্তরের রবিবার সন্ধের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৮২৩ জন। শনিবার সংখ্যাটা ছিল ৭৮৭ জন। এদিন সর্বাধিক করোনা আক্রান্তের হদিশ মিলেছে কলকাতায় (২৩৬)। এর ঠিক পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা (২২৬)। অন্য কোনও জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১০০ পেরোয়নি। তবে রাজ্যের মাথাব্যথা বাড়াচ্ছে দুই জেলা-কলকাতা ও উত্তর ২৪ পরগনার সংক্রমণ চিত্র। এদিন বাংলায় মোট কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ৬০ হাজার ৭০৯ জন। তবে এর মধ্যে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা মোটে ৭ হাজার ৮৮১ জন। সরকারকে স্বস্তি দিচ্ছে রাজ্যের এই সুস্থতার হার।
[আরও পড়ুন : ‘ভুল হয়ে থাকলে প্রত্যেকের বাড়ি গিয়ে পা ধরে ক্ষমা চাইব’, বাঁকুড়ার সভায় বিনয়ী মদন মিত্র]
রাজ্যের বুলেটিন বলছে, বাংলায় একদিনে করোনামুক্ত হয়েছেন ৯৫৭ জন। ফলে বাংলার মোট কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ৪২ হাজার ৮৮৭ জন। সুস্থতার হার ৯৬.৮২ শতাংশ। এদিন রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১৯ জনের। যা শনিবারের চেয়ে সামান্য কম। ফলে রবিবার বাংলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৯৪১ জন।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৩৫ হাজার ১২৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে করোনা পজিটিভ হওয়ার হার ৭.৫৩ শতাংশ। এ প্রসঙ্গে বলে রাখা ভাল, বাংলা-সহ কয়েকটি রাজ্যের কোভিড সংক্রমণের গ্রাফ নিয়ে সতর্ক করেছে কেন্দ্র। তারপরেও ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিড গ্রাফ। সরকার অবশ্য এ জন্য আমজনতার নিয়মভাঙার প্রবণতাকেই দায়ী করছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.