Advertisement
Advertisement

Breaking News

টেলি মেডিসিন

রাজ্যে এক ফোনেই মিলবে চিকিৎসা পরিষেবা, জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ নম্বর

করোনা আবহে সংক্রমণ এড়িয়ে চিকিৎসার বন্দোবস্ত করতে এই উদ্যোগ রাজ্যের।

Here are some important phone number to get tele medicine service
Published by: Sayani Sen
  • Posted:July 16, 2020 7:33 pm
  • Updated:July 16, 2020 7:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লকডাউন (Lockdown) করে করোনা সংক্রমণ কিছুটা রোধ করা সম্ভব হয়েছিল। তবে আনলক পর্বে ফের হু হু করে বাড়ছে সংক্রমণ। কোনভাবেই তাকে রোখা সম্ভব হচ্ছে না। করোনা রোগীদের চিকিৎসার কথা মাথায় রেখে বাড়ানো হচ্ছে হাসপাতালের সংখ্যা। তার ফলে অন্যান্য রোগীরা সংক্রমণের ভয়ে হাসপাতালে যেতে পারছেন না। সমস্যায় পড়ছেন তাঁরা। সেই সমস্যার সমাধান করতে টেলিমেডিসিনের মাধ্যমে বাড়িতেই চিকিৎসা করার উপায় জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যের এই নতুন ব্যবস্থায় থেকে এক ফোনেই মিলবে পরিষেবা। কিন্তু কোন নম্বরে ফোন করে সেই পরিষেবা মিলবে, তা বুঝতে পারছেন না তো? একনজরে দেখে নিন সেই গুরুত্বপূর্ণ নম্বরগুলি:

১) ডাঃ শৈবাল বন্দ্যোপাধ্যায় : ৮৯১০০৬৬৩৩৬
২) ডাঃ নিত্যগোপাল ওঝা : ৯৪৩৩৪১৩৯২১
৩) ডাঃ সুবীর কীর্তনিয়া : ৯৯৩৩৪১৫১২৪
৪) ডাঃ পাপরী নায়েক : ৯৮৩১৬০২৩৯৬
৫) ডাঃ কল্যাণ রাজন মুখোপাধ্যায় : ৯৪৩২১২২০৮০
৬)ডাঃ বিপা বসু : ৯৮৭১৩২২৬৬
৭) ডাঃ বীরেন্দ্র প্রসাদ সাউ : ৯৪৩৪১৮৩৮৯১
৮) ডাঃ অমিতাভ সরকার : ৯৮৩১৫০৩৩৬৬

Advertisement

[আরও পড়ুন: অমানবিক! করোনা আক্রান্তকে ৩২০ কিমি নিয়ে যেতে লক্ষাধিক টাকা হাতালো অ্যাম্বুল্যান্স চালক]

৯) ডাঃ শুভদীপ সরকার : ৮৩৩৪৮৬৬৬৬৭
১০) ডাঃ উমাশংকর দলুই : ৯৪৩৩১২৪১১৪
১১) ডাঃ গোপা রায় : ৮২৪০০৩০৮০
১২) ডাঃ তমা ঘোষ : ৯৮৩০৪১৭২৩
১৩) ডাঃ সরস্বতী বরুই : ৮৭৭৭৫৬৮৫৫২
১৪) ডাঃ মিতালি অধিকারি : ৯৪৩৪৯৪৪২৫৩৪
১৫) ডাঃ সুব্রত দালাল : ৯৮৩৬১০৮৭১০
১৬) ডাঃ রুনা ভট্টাচার্য : ৯৮৩৬৪৮৮৬৫৭

উপরোক্ত এই নম্বরগুলিতে সকাল ৯টা থেকে রাত ৯ টা পর্যন্ত ফোন করলেই মিলবে পরিষেবা।

[আরও পড়ুন: ‘কতবার কথা বলব, আমরা কি রাজ্যপালের চাকর?’ ধনকড়ের লাগাতার অভিযোগে ক্ষুব্ধ মমতা]

নিচের এই নম্বরগুলিতে রাত ৯টা থেকে সকাল ৯টা পর্যন্ত ফোন করলেই মিলবে পরিষেবা।

১) ডাঃ স্বরূপ সাধু : ৭০০৩১৫০৪৬০
২) ডাঃ দীপেন্দ্রনাথ দাস : ৯০৫১৬২৫৪৩১
৩) ডাঃ শান্তনু বিশ্বাস : ৯৭৬২০৮৬৬০৩
৪) ডাঃ শভাকাত আলি খান : ৯৪৭৫৬৮৬৪৩০
৫) ডাঃ শ্রীবাস রায় : ৯৮৩৬৮৮৩৩৬২
৬)ডাঃ তমাল ঘোষ : ৯৬৮১৬৬৯৫৬১

[আরও পড়ুন: কাকভোরে উধাও রোগী, বেলায় নালা থেকে উদ্ধার দেহ, প্রশ্নের মুখে রাজ্যের সরকারি হাসপাতাল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement