Advertisement
Advertisement

এবার দোলে বাজার মাতাবে বেলপাতার আবির

ভেষজ আবিরেই বাজার মাত করছে বন দফতর।

Herbal Abir to make this holi colourful in Bengal
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 8, 2017 2:09 pm
  • Updated:March 8, 2017 2:09 pm  

ব্রতীন দাস, শিলিগুড়ি: বসন্ত উৎসবের আবিরে এবার বাসন্তী গাঁদার সুবাস৷ সঙ্গে কিছুটা অবাক করেই বাজারে বেলপাতার আবির। এবার দোলে এই দুই ভেষজ আবিরেই বাজিমাত বন দফতরের৷ তাদের তৈরি এই আবির বাজারে যেন ‘হটকেক’৷

পছন্দের মেয়েকে বিয়ে করতে মেনে চলুন এগুলি

Advertisement

বন দফতরের নন টিম্বার ফরেস্ট প্রোডিউস ডিভিশনের তৈরি এই আবির বিকোচ্ছে হু-হু করে৷ চাহিদা এতটাই যে, সর্বত্র সরবরাহ করা যাচ্ছে না৷ ডিভিশনের শিলিগুড়ির রেঞ্জার দেবনারায়ণ শাহ জানিয়েছেন, এবার বাজারে তাঁরা বাসন্তী গাঁদা-র হলুদ রংয়ের আবির এনেছেন৷ সঙ্গে রয়েছে বেলপাতার সবুজ আবির৷ কমলা গাঁদা দিয়ে তৈরি হয়েছে কমলা আবির৷ ভেজাল ঠেকাতে ও গুণমান বজায় রাখতে প্যাকেটজাত করে বিক্রি করা হচ্ছে এই আবির৷

কাজ করুন দিক মেনে, তাতেই আসবে সাফল্য

গাঁদাফুলের পাপড়ি কিংবা বেলপাতা শুকিয়ে গুঁড়ো করে, ট্যালকম পাউডার ও সুগন্ধি মিশিয়ে তৈরি হয়েছে আবির৷ কয়েক বছর ধরে এই ভেষজ আবির তৈরি করে চলেছে বন দফতর৷ গত বছর প্রায় পাঁচ কুইণ্টাল আবির তৈরি হয়েছিল৷ বিক্রি হয়েছে ১৩০ টাকা কেজি দরে৷ এবার সাড়ে ছয় কুইণ্টাল তৈরি হয়েছে৷ দাম রাখা হয়েছে ১৪০ টাকা প্রতি কেজি৷ বনজের শিলিগুড়ির ছ’টি বিক্রয়কেন্দ্র ও দফতরের নিজস্ব কার্যালয় থেকে এই আবির বিক্রি করা হচ্ছে। দাম বাড়লেও চাহিদায় ঘাটতি নেই৷ স্বাস্থ্য ও পরিবেশ বন্ধু হওয়ায় অনেকেই এই আবির কিনতে চাইছেন৷ বনকর্তারা বলছেন, আরও অনেক বেশি আবির তৈরির ইচ্ছে ছিল৷ কিন্তু যতটা ফুলের জোগানটা মাথায় রেখে যতটা সম্ভব আবির তৈরি করেছেন তাঁরা৷ প্রচুর চাহিদা থাকায় কোনও গ্রাহককেই বেশি পরিমাণে দেওয়া হচ্ছে না।

ছেলে ‘দেশদ্রোহী’, জঙ্গি সইফুল্লাহর লাশ নিতে অস্বীকার বাবার

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement