Advertisement
Advertisement
Gangasagar

তৈরি হেলিপ্যাড গ্রাউন্ড, উড়ছে কপ্টার, গঙ্গাসাগর মেলায় ড্রোনে নজরদারি পুলিশের

আগামিকাল গঙ্গাসাগর যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Helipad ground made, copters flying, drone surveillance by police at Gangasagar

সেজে উঠেছে গঙ্গাসাগর এলাকা। ছবি-বিশ্বজিৎ নস্কর

Published by: Suhrid Das
  • Posted:January 5, 2025 8:09 pm
  • Updated:January 5, 2025 8:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গঙ্গাসাগর মেলার চূড়ান্ত প্রস্তুতি চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামিকাল দক্ষিণ ২৪ পরগণার গঙ্গাসাগরে যাচ্ছেন। তার আগেই প্রস্তুতি তুঙ্গে। নীল-সাদা রঙে সেজে উঠছে কপিলমুণি মন্দির প্রাঙ্গণ ও হেলিপ্যাড গ্রাউন্ড।

হেলিপ্যাড গ্রাউন্ডে কপ্টার এদিন বিভিন্ন সময় নেমেছে, উঠেছে। আগামী কাল কপ্টার করেই মুখ্যমন্ত্রী নামবেন সেখানে। ফলে কোনও ফাঁক রাখতে চাইছে না দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। নিরাপত্তার বেষ্টনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে ওই এলাকা। উল্লেখ্য, ২০২২ সালে কপিলমুণি মন্দির সংলগ্ন এলাকায় দুটি হেলিপ্যাড গ্রাউন্ডের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ছাড়াও অন্যান্য মন্ত্রী, আধিকারিকরাও কপ্টারে মেলার সময় যাতায়াত করেন। এছাড়াও মেলায় গুরুতর অসুস্থ হয়ে যাওয়া রোগীকে প্রয়োজনে অতীতে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে কপ্টারের মাধ্যমে।

Advertisement

বিগত বছরগুলিতে গঙ্গাসাগর মেলায় ৬০ থেকে ৭০ লক্ষ পূণ্যার্থী হাজির হন। এবার মহাকুম্ভ মেলা রয়েছে। ফলে এবার কত মানুষ গঙ্গাসাগরে যাবেন? সেই নিয়ে চর্চা চলছে। তবে নিরাপত্তার কোনও খামতি রাখতে চাইছে না জেলা প্রশাসন। মেলার দিনগুলিতে আরও সজাগ থাকার কথা জানানো হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে। মেলায় নিরাপত্তার জন্য ১৩ হাজার পুলিশ কর্মী থাকবেন বলে খবর। ভারত-বাংলাদেশ সীমানা দিয়ে জঙ্গি, অনুপ্রবেশকারী ও পাচার সংক্রান্ত ইস্যুতে উদ্বেগ তৈরি হয়েছে। সেজন্য আরও সতর্কতা অবলম্বন করা হচ্ছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে জল-স্থলে সর্বত্রই থাকছে বাড়তি নজরদারি। পুণ্যার্থীদের যাতে কোনওরকম বিপদ না হয়, সেজন্য সাদা পোশাকের পুলিশ বাহিনীর কড়া নজরদারি চলবে। মোতায়েন থাকছে উপকূলরক্ষী বাহিনী ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দল। চলবে ড্রোনের মাধ্যমে নজরদারিও। মুড়িগঙ্গা নদীবক্ষ ও সমুদ্রে চলবে জোর টহলদারি। আগামী ৮ জানুয়ারি শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। শেষ হবে ১৭ জানুয়ারি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement