Advertisement
Advertisement
রাস্তা

এমবি রোড ও ফিডার রোডে চলবে না ভারী যান, স্বস্তিতে স্থানীয় বাসিন্দারা

যশোর রোড থেকে বিটি রোড সংযোগকারী রাস্তা এম.বি রোড এবং ফিডার রোড।

Heavy vehicles restricted on M B road and feeder road
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 26, 2019 9:59 am
  • Updated:September 26, 2019 9:59 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার সন্ধে থেকে মধুসূদন ব্যানার্জি রোড ও ফিডার রোডে ভারি যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন। দীর্ঘদিন ধরেই সোদপুর রোড এবং বারাকপুর রোড বন্ধ থাকায় এম বি রোড দিয়ে ঘুরপথে লরি চালানো হত। ফলে দুর্ঘটনাও ঘটত। সেই কারণে ওই রাস্তায় ভারি গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারির আবেদন জানিয়েছিলেন স্থানীয়রা। তাতেই শিলমোহর দিল প্রশাসন। বুধবার থেকে বন্ধ করে দেওয়া হল এই রাস্তা।

[আরও পড়ুন: অকাল বর্ষণে বিভ্রাটে প্রতিমা শিল্পীরা, যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ]

বিরাটি যশোর রোড থেকে বিটি রোড সংযোগকারী দুটো রাস্তা হল এম.বি রোড এবং ফিডার রোড। এই দুই রাস্তার মাঝে পড়ে বেলঘরিয়া ব্রিজ। বেহাল দশার কারণে সোদপুর রোড ও বারাকপুর রোডে ভারি যান চলাচল বন্ধ করেছিল প্রশাসন। সেই কারণে বড় লরি-সহ অন্যান্য ভারি গাড়ি এম.বি রোড হয়ে ঘুরপথে চালানো হতো। এদিকে বেলঘরিয়া ব্রিজের বেহাল দশা তাই কল্যাণী রোডের সঙ্গে যুক্ত এম বি রোড দিয়েই লরি চালানো হত।

Advertisement

[আরও পড়ুন:অপরিণত ফুসফুস নিয়েই ভূমিষ্ঠ শিশু, প্রাণ বাঁচালেন চিকিৎসক]

কিছুদিন ধরেই স্থানীয় সাংসদ এবং বারাকপুর পুলিস কমিশনারেটে লরি চলাচল বন্ধের জন্য আবেদন করেছিলেন স্থানীয়রা। দুর্ঘটনাপ্রবণ এলাকা হওয়ায় বিষয়টি খতিয়ে দেখে এম বি রোড ও ফিডার রোডে ভারি যান চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পুলিস সূত্রে খবর।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement