Advertisement
Advertisement
বৃষ্টি

প্রবল বৃষ্টির জের, রাস্তা ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন ডুয়ার্সের বিভিন্ন এলাকা

দুু'দিনের টানা বৃষ্টির জেরে ভেঙেছে প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা।

Heavy torrential rains in Dooars have led to flooding in north bengal
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 25, 2019 2:32 pm
  • Updated:June 25, 2019 5:25 pm  

অরূপ বসাক, মালবাজার: আলিপুর হাওয়া অফিস আগেই পূর্বাভাস দিয়েছিল। সেই মতোই সোমবার রাত থেকেই মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে ডুয়ার্স-সহ সমগ্র উত্তরবঙ্গে। মঙ্গলবার সকালেও ছবিটা একই। দু’দিনের প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে ডুয়ার্সের বিভিন্ন এলাকা। তবে বৃষ্টির জেরে প্রবলভাবে ক্ষতিগ্রস্ত নাগরাকাটা ব্লকের বিভিন্ন এলাকা। এক টানা বৃষ্টিতে কালীখোলা এলাকার বিভিন্ন জায়গায় জমেছে জল। সেইসঙ্গে নদীগুলিতে জল ভরে যাওয়ায় সমস্যা আরও বেড়েছে। বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে রেনকাট। দুু’দিনের টানা বৃষ্টির জেরে ভেঙেছে প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা।

[আরও পড়ুন: ভরা বাজারে যুবককে কুপিয়ে খুন মহিলার, অভিযুক্তদের ধরে গণপিটুনি]

নাগরাকাটা ব্লকের কালীখোলা নদীর জল বেড়ে যাওয়ায় জলমগ্ন কালিখোলা বস্তি। প্রবল ক্ষতি হয়েছে বাঁধেরও। সোমবার রাতের টানা বৃষ্টির জেরে ভেঙে গিয়েছে প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা। গাঠিয়া নদীর জলে প্রায় দেড়শো মিটার রাস্তা ভেসে যাওয়ায় মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের মানুষ প্রবল বিপদের সম্মুখীন। কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন তাঁরা। সকাল থেকে অবিরাম বৃষ্টি তার উপর ভগ্নদশা রাস্তা, এর জেরে রাস্তাঘাট কার্যত জনমানবহীন। রাস্তায় দেখা মিলছে না গাড়ির। ফলে স্কুল, কলেজ বা অফিস পৌঁছাতেও বেশ সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয়দের।  

Advertisement

এ বছর দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের আগেই উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। কয়েকদিন আগেও ডুয়ার্স পাহাড়ে বৃষ্টির জেরে কার্যত জলের নিচে চলে গিয়েছিল মাদারিহাটের বিস্তীর্ণ এলাকা। বৃষ্টির জেরে ভেঙে পড়েছিল সংযোগকারী সেতু। জলমগ্ন হয়ে পড়েছিল নদী, রাস্তাঘাট৷ ফলে শহর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন প্রায় তিরিশ হাজার মানুষ। ঘরবন্দি হয়ে পড়েছিলেন বহু মানুষ। একদিনের বৃষ্টির জেরে কার্যত ভয়ংকর পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন স্থানীয়রা। প্রশাসনের তরফে যথেষ্ট ব্যবস্থাও নেওয়া হয়েছিল। কয়েকদিনের ব্যবধানে ফের একই পরিস্থিতি। অবিরাম বৃষ্টিতে ফের নাজেহাল উত্তরবঙ্গবাসী। 

[আরও পড়ুন: পাত্রসায়রে গুলিচালনার প্রতিবাদ, রতনপুরে বিজেপির ডাকে ১২ঘণ্টার বনধ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement