Advertisement
Advertisement

নিম্নচাপের শক্তি বৃদ্ধি, তিনদিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা

১২টি রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।

Heavy rain to continue for three more days in South Bengal
Published by: Bishakha Pal
  • Posted:August 26, 2018 9:57 am
  • Updated:August 26, 2018 9:57 am  

স্টাফ রিপোর্টার: কয়েক দিনের স্বস্তি। বঙ্গোপসাগরে ফের ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। রবিবারের মধ্যে  নিম্নচাপের আরও শক্তিবৃদ্ধির সম্ভাবনা। ফলে আগামী তিন দিন ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায়। ভারী বৃষ্টি হতে পারে ওড়িশা ও ঝাড়খণ্ডেও।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের ৯ জেলায়ই ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।  সক্রিয় একটি মৌসুমি অক্ষরেখাও। যার জেরে উত্তরবঙ্গেও প্রবল বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে নিম্নচাপটি। উপকূলে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কায় ২৬ ও ২৭ আগস্ট ম‍ৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে এই সময় এমন আবহাওয়া স্বাভাবিক বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

Advertisement

তিন মাসের শিশুকে ট্রেনে ফেলে গেল মা, উদ্ধার করল জিআরপি ]

টানা বৃষ্টির জেরে পার্শ্ববর্তী রাজ্য ওড়িশায় বন্যা উদ্বেগ আরও বাড়িয়েছে। শুধু তাই নয়, দিল্লির মৌসম ভবন জানিয়েছে, ফের প্রকৃতির রোষে পড়তে পারে দেশের ১২টি রাজ্য। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, রবিবারও দেশের ১২টি রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বর্ষণ-প্রবণ সেই রাজ্যগুলির তালিকায় রয়েছে ঝাড়খণ্ড, ওড়িশা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ। এছাড়াও বৃষ্টিপাত চলবে অসম, মেঘালয়, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, আন্দামান ও নিকোবর, রাজস্থানের পূর্বাঞ্চল,  ছত্তিশগড়ের উত্তরাংশ, মধ্যপ্রদেশের পশ্চিমাঞ্চল, গোয়া ও কর্নাটকের বেশ কিছু এলাকায়। দিল্লির পাশাপাশি প্রবল বৃষ্টির মোকাবিলায় উত্তরাখণ্ডের প্রশাসনকে সতর্ক করা হয়েছে। কয়েকটি জেলায় স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশও দিয়েছে কেন্দ্র সরকার। মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টি চলবে বলেও আবহাওয়াবিদরা জানিয়েছেন।

রবিবার অসম, মেঘালয়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, পূর্ব রাজস্থান, পশিচম উত্তরপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ ও গোয়ায় ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। একদিকে প্রবল বর্ষণ, অন্যদিকে বাঁধগুলির জলধারণ ক্ষমতা কমে আসা।  সব মিলিয়ে নতুন করে বন্যার আশঙ্কায় প্রহর গুনছে দেশের একাধিক রাজ্যের বাসিন্দারা।

সাত সকালে শিশুকন্যার রহস্যমৃত্যু, মৎস্যজীবীদের জালে উঠল দেহ ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement