Advertisement
Advertisement

ভারী বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ, কলকাতায় বজায় থাকবে অস্বস্তির গরম

দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই৷

Heavy rain forecast for North Bengal

ফাইল ছবি।

Published by: Sayani Sen
  • Posted:September 9, 2018 10:43 am
  • Updated:September 9, 2018 10:54 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাতাসে পুজো পুজো আমেজ প্রায় এসেই গিয়েছে৷ রবিবার, ছুটির দিন মানেই শপিংয়ে ব্যস্ত আট থেকে আশি সকলেই৷ কিন্তু তারই মাঝে উত্তরের আকাশে কালো মেঘের দাপট৷ সঙ্গে দোসর বিক্ষিপ্ত বৃষ্টি৷

[দুষ্টুমির শাস্তি, গরম ফ্যানের মধ্যে ফেলা হল খুদে পড়ুয়াকে]

আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে আগেই বলা হয়েছিল,  রবিবার থেকে ভারী বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা৷ সেই মতো রবিবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে দার্জিলিং-সহ একাধিক জেলায়৷ হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী দু’দিন জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে বৃষ্টি চলবে৷ ভারী বৃষ্টিতে ভিজতে পারে সিকিমের বিভিন্ন অংশও৷ রবিবাসরীয় সকাল থেকেই উত্তরবঙ্গের আকাশের মুখভার৷ বৃষ্টি নিয়ে ছুটির দিনে ঘুম ভাঙে পাহাড়বাসীর৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ীই সকাল থেকেই শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত৷ আরও দু’দিন বৃষ্টিতে উত্তরবঙ্গ ভিজতে পারে বলেই পূর্বাভাস আবহবিদদের৷ তবে দক্ষিণবঙ্গে এখনই বৃষ্টির সম্ভাবনা নেই৷

Advertisement

[দুষ্টুমির শাস্তি, গরম ফ্যানের মধ্যে ফেলা হল খুদে পড়ুয়াকে]

দিঘা উপকূল থেকে স্থলভাগে প্রবেশ করা নিম্নচাপের জেরে গত বৃহস্পতিবারই বৃষ্টিতে ভেজে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্ত৷ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার দাপটও লক্ষ্য করা যায়৷ সমুদ্র তীরবর্তী এলাকায় জারি করা হয় নিষেধাজ্ঞা৷ উত্তাল হওয়ার আশঙ্কায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করেন আবহবিদরা৷ ভরা পর্যটনের মরসুমে দিঘায় থাকা পর্যটকদের সমুদ্রে বেশি দূরে নামতে দেওয়া হয়নি৷ তবে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস নেই৷ যদিও গরম থেকে এখনই মুক্তি নেই দক্ষিণবঙ্গবাসীর৷ বরং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় প্রচণ্ড গরমে হাসফাঁস করতে হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গবাসীকে৷

[রবিবারও বাড়ল পেট্রল-ডিজেলের দাম, পকেটে টান গৃহস্থের]

রবিবার সকালেই রোদের ঝিলিকে তাই যথেষ্টই খুশি দক্ষিণবঙ্গবাসী৷ ছুটির দিনে ইতিমধ্যেই পুজোর কেনাকাটিতে ব্যস্ত হয়ে পড়েছেন অনেকেই৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement