Advertisement
Advertisement

মরুর শুষ্ক হাওয়ায় তপ্ত দক্ষিণবঙ্গ, ভোগান্তি আরও বাড়বে

গরম থেকে বাঁচতে বিশেষজ্ঞদের পরামর্শ মানুন৷ আর...

Heat wave lashes South Bengal, mercury likely to soar
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 11, 2017 10:41 am
  • Updated:October 27, 2023 7:05 pm

স্টাফ রিপোর্টার: শহর কলকাতায় মরু হাওয়া! হ্যাঁ৷ রাজস্থানের জয়সলমীর, যোধপুর, বিকানেরের মতো শহরে গরমকালে যেমন হাওয়া বয় তেমনই কষ্ট সইতে হচ্ছে এ শহরকেও৷ সকাল থেকেই বাইরে শুকনো গরম হাওয়া৷ গলা শুকিয়ে যাচ্ছে৷ জিভ যেন আড়ষ্ট৷ পাল্লা দিয়ে বাড়ছে অসুখ৷ পেটের সমস্যা, আমাশা, জ্বর, সর্দি, চামড়া খসখসে হয়ে যাওয়া প্রভৃতি রোগে ভুগছেন সাধারণ মানুষ৷ মাঝ এপ্রিলেই এই হাল৷ যত দিন এগোবে তত গরম বাড়বে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর৷ মঙ্গলবার বেলা বারোটার আগেই কলকাতার রাজপথ অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে৷ অফিস-আদালতে হাজিরা অনেকটা কম ছিল৷ কারণ, আন্ত্রিক ও সর্দিজ্বরের প্রকোপ৷

[এবার রেস্তরাঁয় খাবার পরিবেশন করারও মাত্রা বাঁধবে কেন্দ্র]

Advertisement

এমন অবস্থায় আশার কথা শোনাতে পারল না হাওয়া অফিস৷ জানা গিয়েছে, আপাতত ঝড়বৃষ্টির পূর্বাভাস নেই৷ নেই কালবৈশাখীর সম্ভাবনাও৷ উপগ্রহ চিত্রে মেঘের দেখা মেলেনি৷ হাওয়া দফতরের আধিকারিকরা জানিয়ে দিয়েছেন, এখন যা পরিস্থিতি তার চেয়ে ভোগান্তি আরও বাড়বে৷ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কয়েকদিন ধরেই তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে৷ আবহাওয়া পরিমণ্ডলে উচ্চচাপের দুর্বলতার সুযোগে উত্তর এবং উত্তর-পশ্চিম ভারত থেকে শুষ্ক-গরম হাওয়া দক্ষিণবঙ্গে ঢুকে পড়ছে৷

[আগামী ১৪ মে থেকে প্রতি রবিবার বন্ধ থাকবে পেট্রল পাম্প]

এদিন সকাল থেকে শহরে চড়চড় করে তাপমাত্রা বেড়েছে৷ কম আর্দ্রতার কারণে শহরে যেন ‘লু’ বইছে৷ মঙ্গলবার তাপমাত্রার পারদ ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি৷ সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি৷ যা স্বাভাবিকের তুলনায় দুই ডিগ্রি বেশি৷ শ্রীনিকেতন ও বর্ধমানের কয়েকটি জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াতে পারে বলে জানা গিয়েছে৷ গরম থেকে বাঁচতে বিশেষজ্ঞদের পরামর্শ মানুন৷ আর –

[সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত ভারতীয় জাহাজ]

  • প্রচুর পরিমাণে বিশুদ্ধ জল খান৷
  • বাইরে কাটা ফল ও মশলা খাবার এড়ান৷
  • বাইরে বের হলে রোদচশমা ও ছাতা মাথায় দিন৷
  • রোদ থেকে এসেই স্নান ও ঠান্ডা জল নয়৷
  • গরম থেকে এসেই এসি’র সামনে নয়৷
  • সুতির ও সাদা রঙের পোশাক পরুন৷
  • আন্ত্রিক ও জ্বরে দ্রুত ডাক্তার দেখান৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement