Advertisement
Advertisement

Breaking News

দুর্গাপুর

ফের খেলার মাঠে মৃত্যু, দুর্গাপুরে প্রাণ হারালেন মার্কিন নাগরিক

আমেরিকার দূতাবাসে খবর দেওয়া হয়েছে।

Heartbreaking! US national dies during match in Durgapur
Published by: Sulaya Singha
  • Posted:March 29, 2019 5:31 pm
  • Updated:March 29, 2019 6:15 pm  

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: খেলার মাঠে ফের মৃত্যু। শুক্রবার অজি তারকা ফিল হিউজের স্মৃতি ফিরল দুর্গাপুরের ময়দানে। তবে কোনও স্থানীয় ক্রিকেটার নয়, এবার প্রাণ হারালেন এক বিদেশি। হাসপাতালে নিয়ে যেতেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হল।

জানা গিয়েছে, আমেরিকার বাসিন্দা ছিলেন টিমোথি প্যাট্রিক। দুর্গাপুর থানা এলাকার ২১ নম্বর ওয়ার্ডের ৫৪ ফুটের একটি বহুতলে গতবছরের অক্টোবর থেকে স্ত্রী হান্না লি হ্যাম্বি স্কটকে নিয়ে ভাড়ায় থাকতেন ৩২ বছরের যুবক। ২০২১ সাল পর্যন্ত সেখানেই থাকার কথা ছিল তাঁর। কিন্তু বৃহস্পতিবার ক্রিকেট খেলতে গিয়ে সব শেষ। স্থানীয় তরুণদের সঙ্গেই মাঠে নেমেছিলেন তিনি। বিকেলে স্থানীয় একটি মাঠে ক্রিকেট খেলছিলেন আমেরিকার লুইজিয়ানার বাসিন্দা। খেলতে খেলতে মাঠের মধ্যেই অজ্ঞান হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

Advertisement
US man
মৃত প্যাট্রিক। ছবি: উদয়ন গুহ রায়

[আরও পড়ুন: বাল্যবিবাহ অভিশাপ! সচেতনতায় সাইকেলে দেশভ্রমণ পুরুলিয়ার অক্ষয়ের]

এক বহুজাতিক সংস্থার ফসল উৎপাদক সংস্থার হয়ে ব্যবসায়ীক কাজেই তিনি ভারতে এসেছিলেন বলে জানা গিয়েছে। ২০২১ সাল পর্যন্ত তাঁর এই দেশের ভিসার মেয়াদ ছিল বলে খবর। বেসরকারি হাসপাতালের চিকিৎসক তীর্থেন্দু মুখোপাধ্যায় বলেন, “প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। ময়নাতদন্ত হলেই মৃত্যুর কারণ আরও স্পষ্ট হবে।” ওই বেসরকারি হাসপাতালের পক্ষ থেকেই যোগাযোগ করা হয় আসানসোল-দুর্গাপুর পুলিশ ও আমেরিকার দূতাবাসের সঙ্গে। আসানসোল-দুর্গাপুর পুলিশের ডিসি-১ অভিষেক মোদি বলেন, “হাসপাতালে মৃত অবস্থাতেই আনা হয়েছিল প্যাট্রিককে। কর্তৃপক্ষ পুলিশের সঙ্গে যোগাযোগ করে। আমরা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করি। মৃতদেহ ময়নাতদন্ত করার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।’’ চলতি মাসেই কলকাতার ময়দানে প্র্যাকটিস ম্যাচ চলাকালীন প্রাণ হারিয়েছিলেন এক তরুণ ক্রিকেটার। ফের বাইশ গজে মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা এলাকা।

[আরও পড়ুন: নো-বল বিতর্কে ক্ষোভ উগরে দিলেন কোহলি, সরব প্রাক্তন তারকারাও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement