সুমিত বিশ্বাস, পুরুলিয়া: দেবেন মাহাতো সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অব্যবস্থার ছবি প্রকাশ্যে আসতেই কৈফিয়ৎ তলব করল স্বাস্থ্যভবন। পুরুলিয়া জেলা স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, হাসপাতালের এই চূড়ান্ত অপরিচ্ছন্নতার কারণ জানতে চাওয়া হয়েছে হাসপাতাল সুপার ডা: শ্যামাপদ মিত্রের কাছে। যদিও এবিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি হাসপাতালের তরফে।
সম্প্রতি দেবেন মাহাতো মেডিক্যাল কলেজের রান্নাঘরে মরা ইঁদুর পড়ে থাকার ছবি প্রকাশ্যে এসেছিল। সেই রান্নাঘরে পড়ে থাকতে দেখা গিয়েছিল প্রচুর পচা কুমড়ো। দেখা গিয়েছিল যে অস্বাস্থ্যকর পরিবেশেই চলছে রান্না। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হতেই তড়িঘড়ি রোগী কল্যাণ সমিতির বৈঠকের আয়োজন করে পুরুলিয়া জেলা প্রশাসন। এরপরই বুধবার স্বাস্থ্যভবন বিষয়টি সম্পর্কে হাসপাতাল সুপারের কাছে জানতে চায়। যদিও এবিষয়ে মুখে কুলুপ এঁটেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বেশ কিছু দিন ধরেই এই মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নানান বেনিয়ম চলছে বলে অভিযোগ। হাসপাতালের প্যাথোলজি থেকে হেঁশেল সর্বত্র আবর্জনা। দুর্গন্ধে সমস্যায় পড়েছেন রোগীরাই। এইসব অব্যবস্থার অভিযোগ পেয়ে পুজোর আগে ওই হাসপাতালে ‘সারপ্রাইজ ভিজিট’-এ যান জেলাশাসক রাহুল মজুমদার। সেই সময় প্যাথোলজি বিভাগের বেনিয়ম হাতে নাতে ধরেন জেলাশাসক। দুপুর একটা বাজতেই দেখা যায় ওই বিভাগের চিকিৎসকরা উধাও। গোটা বিষয়টি খতিয়ে দেখার পর জেলাশাসক কড়া পদক্ষেপ নেন।
কিন্তু তার কিছুদিনের মধ্যেই প্রকাশ্যে আসে হাসপাতালের চূড়ান্ত অব্যবস্থার ছবি। তড়িঘড়ি একটি আয়োজন করা হয় রোগী কল্যাণ সমিতির বৈঠকের। মন্ত্রী শান্তিরাম মাহাতো, জেলাশাসক রাহুল মজুমদার, হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে অবিলম্বে হাসপাতালের চেহারা পালটে ফেলা হবে। জানা গিয়েছে, হাসপাতালের হাল ফেরাতে ২ টি সংস্থার সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সংস্থার কর্মীরা সপ্তাহে ২ বার হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় সচেতনতার প্রচার চালাবে। তবে কতদিন হাল ফিরবে হাসপাতালের সেই অপেক্ষায় রোগীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.