Advertisement
Advertisement
Health department

চুক্তির শর্ত না মানলে ট্রেনি চিকিৎসকদের ভাতা বন্ধ, নির্দেশ জারি স্বাস্থ্যদপ্তরের

কেন বন্ধ হবে সিনিয়র রেসিডেন্টদের বেতন?

Health department has ordered to stop the salary of senior resident doctors if they do not follow the government rules

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:January 3, 2025 6:54 pm
  • Updated:January 3, 2025 6:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন বছরের বন্ডে সই করা সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের জেলার হাসপাতালে গিয়ে কাজ করা বাধ্যতামূলক। কিন্তু সেই নিয়মে ফাঁকি দিয়ে অনেকেই নিজেদের মেডিক্যাল কলেজে থেকে যান। এবার সেই নিয়ম না মানলে মাসিক ভাতা বন্ধের মুখে পড়বেন তাঁরা। নতুন বর্ষ থেকে এই নিয়ম জারি করেছে স্বাস্থ্যদপ্তর। এই মর্মে নির্দেশিকাও জারি করা হয়েছে।

কেন বন্ধ হবে সিনিয়র রেসিডেন্টদের বেতন? রাজ্যের নিয়ম অনুসারে, সরকারি কোটায় এমডি-এমএসের কোর্স করার সময় একটি চুক্তি স্বাক্ষর করতে হয় ডাক্তারদের। ওই চুক্তি অনুসারে, কোর্স শেষ করার পর ডাক্তারদের তিন বছর সরকারি হাসপাতালে কাজ করতে হবে। তার মধ্যে দুবছর জেলা, মহকুমা, স্টেট জেনারেল বা মাল্টি সুপার,স্পেশালিটি হাসপাতালে ডিউটি করার কথা। বাকি একবছর নিজের মেডিক্যাল কলেজে ডিউটি করতে হবে। সেই নিয়ম না মেনে একাংশ নিজেদের মেডিক্যাল কলেজেই থেকে যেতে চান। সম্প্রতি, বন্ড পোস্টিং নিয়ম মেনে গ্রামের হাসপাতালে যেতে অস্বীকার করায় ৩১ জন সিনিয়র রেসিডেন্ট ডাক্তারকে বন্ড পোস্টিংয়ের ২০ লক্ষ টাকা অবিলম্বে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করে স্বাস্থ্যভবন। পরে তা মকুব করা হয়েছে বলে খবর।

Advertisement

রাজ্যে ৮ হাজার পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ডাক্তারের মধ্যে ২ হাজার জন সরকারি কোটায় পড়াশোনা করছেন। যাতে আর কেউ গ্রামে চিকিৎসা করতে যাওয়ার ক্ষেত্রে সরকারি নিময় লঙ্ঘন না করে, তার জন্য নির্দেশিকা জারি করেছে দপ্তর। নিয়ম না মানলে তাঁদের প্রায় ৬৫ ও ৭৫ হাজার মাসিক ভাতা বন্ধ করে দেওয়া হবে বলেও জানানো হয়েছে। সঙ্গে সেই মেডিক্যাল কলেজের অধ্যক্ষদেরও জবাবদিহি করতে হবে বলে নির্দেশিকা দেওয়া হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement