Advertisement
Advertisement

Breaking News

উচ্চ মাধ্যমিকের দায়িত্ব থেকে অপসারিত ময়নাগুড়ির প্রধান শিক্ষক

মাধ্যমিকে প্রশ্ন ফাঁসের অভিযোগে এই সিদ্ধান্ত সংসদের।

Head Master haridayal Roy sacked from HS exam duty
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 22, 2018 7:32 pm
  • Updated:August 1, 2019 3:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ময়নাগুড়ির সুভাষনগর হাই স্কুলের মাধ্যমিকের প্রশ্নফাঁসের অভিযোগে তোলপাড় গোটা রাজ্য। অভিযুক্ত প্রধান শিক্ষক হরিদয়াল রায়ের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে মধ্যশিক্ষা পর্ষদ। এবার উত্তরবঙ্গের বিতর্কিত ওই প্রধান শিক্ষককে উচ্চমাধ্যমিক পরীক্ষার যাবতীয় দায়িত্ব থেকে সরিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও। পরীক্ষার কাজে যুক্ত থাকার তো প্রশ্নই নেই। পরীক্ষার প্রশ্নপত্র যে ঘর থেকে বিলি হবে, সেই ঘরেও সুভাষনগর হাই স্কুলের প্রধান শিক্ষক ঢুকতে পারবেন না বলে জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস।

[দোষী প্রমাণিত হলে শিক্ষারত্ন পুরস্কার ফিরিয়ে নেওয়ার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর]

Advertisement

মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ময়নাগুড়ির সুভাষনগর হাই স্কুলে বেনজির প্রশ্নফাঁসের অভিযোগ। কাঠগড়ায় খোদ প্রধান শিক্ষক হরিদয়াল রায়। অভিযোগ, প্রতিটি পরীক্ষায় নির্ধারিত সময়ে আগেই প্রশ্ন খুলতে ফেলতেন তিনি। সেই প্রশ্নের উত্তর পৌঁছে যেত মেধাবী এক ছাত্র ও স্কুলের বেশ কয়েকজনের কাছে। গত সোমবার, অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্র খোলার সময়ে প্রধান শিক্ষককে হাতেনাতে ধরে ফেলেন ময়নাগুড়ির স্কুল পরিদর্শক বিশ্বনাথ ভৌমিক। তাঁর অভিযোগের ভিত্তিতে সুভাষনগর হাই স্কুলের প্রধানশিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে মধ্যশিক্ষা পর্ষদ। বৃহস্পতিবার আবার হরিদয়াল রায়ের বিরুদ্ধে ব্ল্যাঙ্ক উত্তরপত্রও লোপাটের অভিযোগ উঠেছে। শোনা যাচ্ছে, বিতর্কিত ওই প্রধান শিক্ষক সাসপেন্ড হতে পারেন।

[বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, অভিযুক্ত অলিম্পিয়ান সৌম্যজিৎ ঘোষ]

এবছরের মতো মাধ্যমিক পরীক্ষা শেষ। ফের পরীক্ষা হবে সামনের বছরে। কিন্তু, কয়েকদিন বাদে তো শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জানা গিয়েছে, ময়নাগুড়ি সুভাষনগর হাই স্কুল উত্তরবঙ্গে উচ্চমাধ্যমিকের অন্যতম প্রধান পরীক্ষাকেন্দ্র। ইংরেজির হেড এগজামিনর প্রধান শিক্ষক হরিদয়াল রায় স্বয়ং। তাই মাধ্যমিকে প্রশ্নফাঁসের ঘটনায় পদক্ষেপ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও। বিতর্কিত প্রধান শিক্ষককে উচ্চমাধ্যমিক পরীক্ষার যাবতীয় দায়িত্ব থেকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। পর্ষদের চেয়ারম্যান মহুয়া দাস জানিয়েছেন, পরীক্ষার কাজে যুক্ত থাকা তো দূর অস্ত, যে ঘর থেকে উচ্চ মাধ্যমিকে প্রশ্নপত্র বিলি হবে, সেই ঘরেও ঢুকতে পারবেন না ময়নাগুড়ির সুভাষনগর হাই স্কুলের প্রধান শিক্ষক। ইংরেজির প্রধান পরীক্ষকের দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়েছে হরিদয়াল রায়কে।

[বাজারে ৩০% ‘প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার’ই নকল, বিস্ফোরক রিপোর্ট কেন্দ্রের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement