Advertisement
Advertisement

Breaking News

প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ৮ ছাত্রীর

প্রাথমিক অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষককে গ্রেফতার করা হলে, পরিস্থিতি কিছুটা শান্ত হয়৷

Head Master arrested in charge of molesting 8 students

ছবি - প্রতীকী

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 21, 2016 5:48 pm
  • Updated:September 21, 2016 5:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিক্ষাঙ্গনে আবারও শ্লীলতাহানির ঘটনা ঘটল রাজ্যে৷ বুধবার যৌন হেনস্তার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল চিত্তরঞ্জনের কস্তুরবা গান্ধী উচ্চ বিদ্যালয়। আটজন ছাত্রীর শ্লীলতাহানি করার অভিযোগ এনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সকাল থেকে স্কুলে বিক্ষোভ দেখাতে শুরু করে পড়ুয়ারা৷  ক্লাসও বয়কট করে তারা৷ তাদের সঙ্গে বিক্ষোভে সামিল হন স্কুলের অন্যান্য শিক্ষকরাও৷

ক্ষুব্ধ পড়ুয়ারা স্কুলে ভাঙচুরও চালায় এদিন৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ৷ প্রাথমিক অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষককে গ্রেফতার করা হলে, পরিস্থিতি কিছুটা শান্ত হয়৷ যদিও যৌন হেনস্তার যাবতীয় দাবি খারিজ করেছেন প্রধান শিক্ষক৷ জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement