Advertisement
Advertisement

Breaking News

মিড-ডে মিলে অনিয়ম, অবসরের দু’দিন আগে গ্রেপ্তার প্রধান শিক্ষক

একটানা ২১ বছর ওই স্কুলে শিক্ষকতা করেছেন তিনি।

Head master arrested for Mid-day meal problem
Published by: Bishakha Pal
  • Posted:July 29, 2018 7:33 pm
  • Updated:July 29, 2018 7:33 pm  

দিব্যেন্দু মজুমদার, হুগলি: একেই বলে দুর্ভাগ্য। চাকরি জীবন থেকে অবসর নেওয়ার মাত্র দু’দিন আগে গ্রেপ্তার হলেন স্কুলের প্রধান শিক্ষক। মিড-ডে মিলে অনিয়মের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে খানাকুলের নতিবপুর ভূদেব বিদ্যালয়। অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম নগেন্দ্রনাথ দাস।

স্কুল পরিচালন সমিতির একাংশ ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড-ডে মিল নিয়ে অনিয়মের অভিযোগ তোলে বলে জানা গিয়েছে। রবিবার তাদের অভিযোগের ভিত্তিতেই খানাকুল থানার পুলিশ ওই স্কুলের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে।

Advertisement

‘জাস্টিস ফর ঈশিতা’র স্লোগান তুলে ফুঁসছে বাগনান, সোমবার বনধের ডাক ]

প্রধান শিক্ষক নগেন্দ্রনাথ দাসের বিরুদ্ধে অভিযোগ, স্কুলে বহুদিন থেকেই মিড-ডে মিল নিয়ে সমস্যা চলছিল। ঘটনাটি কিছু দিন আগে ধরা পড়ে। স্কুলের অডিটের সময় জানা যায় মিড-ডে মিলের ক্ষেত্রে কোথাও অনিয়ম হয়েছে। অনিয়ম ধরা পড়ার পর হুগলি জেলাশাসকের কাছে অভিযোগ যায়। তাঁর নির্দেশে জেলা স্কুল পরিদর্শক প্রধান শিক্ষককে ৬ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করেন। নির্দিষ্ট সময়ের মধ্যে ওই জরিমানার টাকা জমা দিতে বলা হয়। কিন্তু অভিযোগ, নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরও ওই টাকা জমা করেননি অভিযুক্ত প্রধান শিক্ষক।

বেঙ্গল সাফারি পার্কের তিন নতুন অতিথির যত্নআত্তিতে ব্যস্ত কর্তৃপক্ষ ]

হুগলি জেলা অতিরিক্ত স্কুল পরিদর্শক (আরামবাগ) চন্দ্রশেখর জাউলিয়া শুক্রবার নগেন্দ্রনাথ বাবুর বিরুদ্ধে খানাকুল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে খানাকুল থানার পুলিশ। রবিবার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে।

উল্লেখ্য চলতি বছরের ৩১ জুলাই প্রধান শিক্ষক নগেন্দ্রনাথ দাসের কর্মজীবন থেকে অবসর নেওয়ার কথা। একটানা ২১ বছর ওই স্কুলে শিক্ষকতা করেছেন তিনি। স্বভাবতই অবসরের ঠিক দু’দিন আগে এই ঘটনায় হতভম্ব প্রধান শিক্ষক। তাঁর অভিযোগ, তাঁকে চক্রান্ত করে মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে। কিছু মানুষের সুপরিকল্পিত চক্রান্তের শিকার হয়েছেন তিনি বলেও অভিযোগ তাঁর।

এসি কামরায় উঠে রাতভর বৃষ্টির জলে ভিজলেন বিখ্যাত শিল্পী সাবির খান ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement