Advertisement
Advertisement

সাসপেন্ড দাড়িভিট হাই স্কুলের প্রধান শিক্ষক, পঠনপাঠন চালুর নির্দেশ

প্রশাসক পদে মহকুমা শাসক।

Head master and Assistant head master of Darivit high school suspened
Published by: Tanumoy Ghosal
  • Posted:November 2, 2018 3:13 pm
  • Updated:November 2, 2018 3:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইসলামপুর কাণ্ডে দাড়িভিট হাই স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের ভূমিকা সন্তোষজনক নয়। কারণ দর্শানোর নির্দেশ দিয়ে দু’জনকেই সাসপেন্ড করল শিক্ষাদপ্তর। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, যতদিন তদন্ত চলবে, ততদিন সাসপেনশন বহাল থাকবে। দোষী প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। শুধু তাই নয়, স্কুলের মেয়াদ উত্তীর্ণ পরিচালন সমিতিও ভেঙে দিয়েছে সরকার। দাড়িভিট হাইস্কুলের প্রশাসক পদে বসানো হয়েছে মহকুমাশাসককে। পুজোর ছুটির পরই স্কুল খোলার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী।

[প্রত্যাখ্যান ও প্রত্যাশার চাপ, ইসলামপুরে ‘উর্দু’ যেন শাঁখের করাত]

Advertisement

গত ২০ সেপ্টেম্বর উর্দু শিক্ষক নিয়োগকে কেন্দ্র বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাড়িভিট হাই স্কুল। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় দুই ছাত্রের। গ্রামবাসীদের অভিযোগ, গুলি চালিয়েছিল পুলিশই। সেই ঘটনার পর একমাস পেরিয়ে গিয়েছে। কিন্তু, এখনও পঠনপাঠন বন্ধ দাড়িভিট হাইস্কুলে। সিবিআই তদন্তের দাবিতে অনড় নিহতদের পরিজনেরা। যতবারই স্কুল খোলার চেষ্টা করেছে প্রশাসন, ততবারই বাধা দিয়েছেন ক্ষুদ্ধ অভিভাবকরা। এদিকে ইসলামপুর কাণ্ডে আবার আটজন গ্রামবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাতে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের সঙ্গে স্কুল খোলা নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন ইসলামপুরের বিডিও ও উত্তর দিনাজপুর জেলা স্কুল পরিদর্শক। মঙ্গলবারও ফের একবার দাড়িভিট স্কুলের মাঠে বৈঠকে বসতে চেয়েছিল জেলা প্রশাসন। কিন্তু সেই বৈঠকও ভেস্তে গিয়েছে। জেলা প্রশাসনের কাছে ঘটনার সিবিআই তদন্ত ও আটজন গ্রামবাসীর নিঃশর্তে মুক্তি দাবি জানিয়েছেন দাড়িভিট হাই স্কুলের ক্ষুদ্ধ অভিভাবকরা।

ইসলামপুরের দাড়িভিট হাই স্কুলে এক মাসের বেশি পঠনপাঠন বন্ধ থাকায় চিন্তিত শিক্ষাদপ্তর। স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষককে কলকাতায় ডেকে পাঠিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার সাংবাদিক সম্মেলনে তিনি জানান, তাঁদের বক্তব্য সন্তোষজনক নয়। দু’জনকেই কারণ দর্শানোর নির্দেশ দিয়ে সাসপেন্ড করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাসপেনশন বহাল থাকবে। শুধু তাই নয়, দাড়িভিট হাইস্কুলের পরিচালন সমিতিরও মেয়াদ পেরিয়ে গিয়েছে। তাই পরিচালন সমিতি ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষাদপ্তর। এখন থেকে মহকুমা শাসকই স্কুল পরিচালনা করবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। পুজোর ছুটির পর ১০ নভেম্বর থেকে ফের দাড়িভিট স্কুলে পঠনপাঠন চালুর নির্দেশ দিয়েছেন তিনি।

[পনেরো বছর পর ধর্ষণের কলঙ্ক থেকে মুক্ত যুবক]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement