Advertisement
Advertisement

Breaking News

সন্ধে নামলেই এলাকায় ঘুরে বেড়াচ্ছে হায়না! আতঙ্ক খড়গপুরের ধোবিঘাটে

বাঘের পর এবার হায়নার আতঙ্ক পশ্চিম মেদিনীপুরে৷

Published by: Tanumoy Ghosal
  • Posted:July 29, 2018 2:59 pm
  • Updated:July 29, 2018 2:59 pm  

অংশুপ্রতীম পাল ও টিটুন মল্লিক: বাঘের পর এবার হায়নার আতঙ্ক পশ্চিম মেদিনীপুরে৷ সন্ধ্যা নামলেই নাকি এলাকায় ঘুরে বেড়াচ্ছে হায়নার দল৷ তেমনই দাবি খড়গপুর পুরএলাকার ধোবিঘাটের বাসিন্দাদের৷ বেশ কয়েকটি বাড়িতে হিংস্র জন্তুটি হানা দিয়েছে বলেও শোনা যাচ্ছে৷ বিষয়টি খতিয়ে দেখছে বন দপ্তর৷ এদিকে আবার বাঁকুড়ার বেলিয়াতোড়ে হাতির আক্রমণে প্রাণ গেল এক যুবকের৷

[মধ্যমগ্রামে খুন তৃণমূল নেতা, কারখানার সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ]

Advertisement

জঙ্গলমহলের জেলা পশ্চিম মেদিনীপুর৷ তবে জঙ্গলে হাতির আনাগোনাই বেশি৷ জঙ্গল লাগোয়া লোকালয়ে হাতির আক্রমণে প্রাণহানির ঘটনাও ঘটেছে৷ তাই মাস তিনেক যখন লালগড়ের জঙ্গলে বাঘের ছবি ক্যামেরাবন্দি হয়, তখন চমকে উঠেছিলেন খোদ বনকর্মীরাই৷ তাঁদের দাবি, গত একশো বছরেও সুন্দরবন ছাড়া দক্ষিণবঙ্গের জঙ্গলে বাঘের অস্তিত্বের প্রমাণ নেই৷ বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়েছিল গোটা পশ্চিম মেদিনীপুর জেলায়৷ লালগড়ে বাঘটি ধরতে চেষ্টা কসুর করেনি প্রশাসন৷ মুখ্যমন্ত্রীর নির্দেশে জঙ্গলে উড়েছিল ড্রোনও৷ কিন্তু, বাঘটিকে আর ধরা যায়নি৷ বাগঘরায় জঙ্গলে একবার ধরা পড়েও, জাল ছিঁড়ে পালিয়ে যায় দক্ষিণরায়৷ শেষপর্যন্ত, জঙ্গলে শিকার করতে গিয়ে বাঘটিকে মেরেই ফেলেন আদিবাসীরা৷ পশ্চিম মেদিনীপুর সদর ব্লকের বাগঘরার জঙ্গলেই পাওয়া গিয়েছিল বাঘের মৃতদেহ৷

এবার সেই পশ্চিম মেদিনীপুরে হায়নার আতঙ্ক ছড়িয়েছে৷ জঙ্গলে নয়, রেলশহর খড়গপুরে নাকি ঘুরে বেড়াচ্ছে হায়না! তেমনই দাবি পুর এলাকার ধোবিঘাট এলাকার বাসিন্দাদের৷ স্থানীয় বাসিন্দারা বলছেন, সন্ধ্যা নামলেই এলাকায় ঘুরে বেড়াচ্ছে হায়নার দল৷ কুকুরের মতো দেখতে হলেও, প্রাণীটির মুখ অনেকটা বড়৷ কেউ কেউ আবার নাকি হায়নার ডাকও শুনেছেন৷ সন্ধ্যার পর বাড়ির বাইরে বেরোনোর সাহস পাচ্ছেন না ধোবিঘাট এলাকার বাসিন্দারা৷ কিন্তু, খড়গপুরের ধোবিঘাটে যে প্রাণীটিকে দেখা যাচ্ছে বলে দাবি স্থানীয়দের, সেটি কি সত্যিই হায়না?  নিশ্চিত নয় বনদপ্তর৷ বিষযটি খতিয়ে দেখছেন বনকর্মীরা৷ এদিকে বাঁকুড়া বেলিয়াতোড়ে আবার হাতির আক্রমণের এক যুবকের মৃত্যু হযেছে৷ শনিবার বার গভীর রাতে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন লালু বাউড়ি নামে বছর বাইশের এক যুবক৷ গোঁসাইপুরে দাঁতাল হাতির সামনে পড়ে যান তিনি৷ ওই যুবককে তুলে আছাড় মারে হাতিটি৷ ঘটনাস্থলেই মারা যান লালু৷

[ স্বাস্থ্যকেন্দ্রে নেই পর্যাপ্ত চিকিৎসক, ছুটির দিনেও রোগী দেখছেন রঘুনাথপুরের এসডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement