Advertisement
Advertisement

Breaking News

‘বুথে বহিরাগত ঢুকলে ওষুধ দেব’, পঞ্চায়েত ভোটের আগে হুমকি দিলীপের

'প্রতিবারই ৭০-১০০ জন শ্মশানে যায়, এবারও তার ব্যতিক্রম হবে না। '

Have medicine for outsiders, says Dilip Ghosh ahead of panchayat Polls
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 3, 2018 5:31 pm
  • Updated:June 19, 2019 4:24 pm  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: মারের পালটা মার। এই নীতিতেই বিশ্বাস বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। মঙ্গলবার সাফ জানিয়ে দিলেন, কোথাও কোথাও মার শুরু হয়েছে। বিজেপিও হাত গুটিয়ে বসে থাকবে না। প্রতিবারই পঞ্চায়েতে ৭০ থেকে ১০০ জন শ্মশানে যায়। এবারও তার ব্যতিক্রম হবে না বলেই জানালেন দিলীপ।

[  সম্পর্ক জুড়তে চান, মেয়রকে নিয়ে কাশ্মীরে বেড়াতে যাওয়ার প্রস্তাব স্ত্রী রত্নার ]

Advertisement

রাজ্যে পঞ্চায়েত ভোটে মনোনয়নের আজ দ্বিতীয় দিন। ইতিমধ্যেই মনোনয়ন গিরে উত্তপ্ত বীরভূম, বাঁকুড়া। সিউড়িতে ছুরিকাহত হয়েছেন বিজেপির জেলা সম্পাদক কালোসোনা মণ্ডল। মঙ্গলবার জেলাশাসকের ঘরে স্মারকলিপি জমা দিতে চান তিনি। সে সময় বাইরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকরা। বিক্ষোভের আঁচ পেরিয়ে তাঁকে আলাদা করে নিয়ে যাচ্ছিলেন তৃণমূলেরই সভাপতি অভিজিৎ মজুমদার। সেই সময়ই কেউ বিজেপি নেতার উপরে আক্রমণ করেন। ছুরি নিয়ে তার উপর হামলা করা হয়। স্বাভাবিকভাবেই তিনি প্রশ্ন তোলেন, ‘নির্বাচন কী করে হবে? পুলিশের সামনেই ছুরি মারছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।’

এদিন বিজেপি রাজ্য দপ্তরে অবশ্য যুদ্ধের আঁচ বাড়িয়ে দিয়েছেন সভাপতি। তিনি জানান, ‘মার শুরু হলে বসে থাকবে না বিজেপি। মার বলে দিতে হয় না, দিতে হয়। বিজেপিও পালটা মার দেবে। মনোনয়ন দাখিল করা নিয়ে ঝামেলা হবে, তা জানা কথা। তাও লোকজন নিয়ে লড়াই করেই মনোনয়ন জমা দেওয়া হবে। জমা দেওয়ার পর তা তুলে নেওয়ারও চাপ আসবে। কিন্তু সব পরিস্থিতিতেই রুখে দাঁড়াতে প্রস্তুত বিজেপি।’ দিলীপবাবু বলেন, ‘প্রতিবারই পঞ্চায়েতে ৭০ থেকে ১০০ জন শ্মশানে যান, এবারও তার ব্যতিক্রম হবে না।’ বুথে কোথাও বাইরে থেকে লোক ঢুকলে, তাদেরও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হবে বলে জানান দিলীপ।

 ইকো পার্কে দুর্ঘটনায় মস্তিষ্কে আঘাত, এখনও ভেন্টিলেশনে আহত রিয়ান ]

মনোনয়ন ঘিরে যাবতীয় অশান্তির খতিয়ান দিতে প্রতিনিধি দলকে নিয়ে রাজভবনে যান দিলীপ ঘোষ। রাজ্যপালকে সব জানিয়েছেন তাঁরা। পরে দিলীপ বলেন, রাজ্যের পরিস্থিতি ভালই বুঝেছেন রাজ্যপাল। তিনি মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে ডেকে এ ব্যাপারে কথা বলবেন। বিভিন্ন এলাকায় নমিনেশন ফাইল করতে গিয়ে যাঁরা বাধা পাচ্ছেন তাঁদেরকে কলকাতায় ডেকে নমিনেশন করানোর পরিকল্পনা আছে বিজেপির। প্রয়োজনে এসডিও অফিসে নমিনেশনের ব্যবস্থার আবেদন জানিয়েছেন তিনি। তাঁর দাবি, ‘এভাবে কোনও রাজ্য চলে না। এখানে গণতন্ত্র, সংবিধান বলে কিছু নেই। শাসকদল ঠিকই করে নিয়েছে কাউকে নমিনেশন করতে দেবে না। তবু বিজেপি লড়াই চালিয়ে যাবে।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement