Advertisement
Advertisement

Breaking News

Bangladesh

দোরগোড়ায় গণধর্ষণের হুমকি চিঠি, প্রেরক আজিদা বাংলাদেশ! আতঙ্ক হাবরায়

নেপথ্যে কারা, জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Harassment threat from Bangladesh in Habra

ফাইল ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:December 13, 2024 1:04 pm
  • Updated:December 13, 2024 2:29 pm  

অর্ণব দাস, বারাসত: হাবরায় বাড়ির দরজায় গণধর্ষণের হুমকি চিঠি! প্রেরকের জায়গায় লেখা, ‘আজিদা বাংলাদেশ’। বাড়ির সামনে রাখা মদের বোতল। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। আতঙ্কে পুলিশের দ্বারস্থ পরিবারের সদস্যরা। নেপথ্যে কারা, জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

মৌলবাদীদের তাণ্ডবে উত্তাল বাংলাদেশ। তার আঁচ পড়েছে ভারতেও। সীমান্তের এলাকাগুলো থেকে অনুপ্রবেশের ঘটনা প্রকাশ্যে আসছে বারবার। বহু মানুষ বিএসএফের হাতে বন্দি হচ্ছে। এরই মাঝে হাবরার আক্রমপুরে বাংলাদেশের নাম উল্লেখ করে গণধর্ষণের হুমকি চিঠি! বিষয়টা ঠিক কী? ওই বাড়ির মহিলা জানান, তিনি আচমকাই দেখেন বাড়ির মূল দরজায় গণধর্ষণের হুমকি চিঠি। সেখানে লেখা, “আমরা হলাম ধর্ষক, আপনাকে একসপ্তাহের মধ্যে ১৫ জন মিলে ধর্ষণ করব।” নিচে লেখা, ধর্ষক আজিদা বাংলাদেশ। মিলেছে মদের বোতলও। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল হাবরায়। তীব্র আতঙ্কে মহিলা ও তাঁর পরিবারের সদস্যরা।

Advertisement

ইতিমধ্যেই পুলিশে লিখিত অভিযোগ জানিয়েছেন মহিলা। তার ভিত্তিতে তদন্তও শুরু করেছে পুলিশ। কে বা কারা এর নেপথ্যে? জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। ঘটনার সঙ্গে কি আদৌ কোনও যোগ রয়েছে বাংলাদেশের? নাকি বাংলাদেশের অশান্তিকে হাতিয়ার করে অন্য কেউ আতঙ্কের পরিবেশ তৈরির চেষ্টা করছে, তাও খতিয়ে দেখা হচ্ছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement