Advertisement
Advertisement

Breaking News

BJP

কল্যাণীর হোটেলে উদ্ধার হুগলির বিজেপি নেতার ঝুলন্ত দেহ, রাজনৈতিক শত্রুতায় খুন?

রাজনৈতিকভাবে দমাতে না পেরে পরিকল্পিত খুন, অভিযোগ বাবার।

Hanging deadbody of BJP leader of Hooghly recovered from hotel in Kalyani allegedly political murder | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:August 5, 2023 5:25 pm
  • Updated:August 5, 2023 5:38 pm  

সুবীর দাস, কল্যাণী: হুগলির বিজেপি (BJP) মণ্ডল সভাপতির রহস্যমৃত্যু কল্যাণীতে। একটি হোটেল থেকে শনিবার দুপুরে উদ্ধার হল বিজেপি নেতার ঝুলন্ত দেহ। এই মৃত্যু ঘিরে তুমুল শোরগোল এলাকায়। বাড়ি থেকে দূরে নিয়ে গিয়ে তাঁকে পরিকল্পিতভাবে খুন (Murder) করা হয়েছে বলে কাঁদতে কাঁদতে অভিযোগ করেন বিজেপি নেতার বাবা। এর পিছনে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন তিনি।

Advertisement

গুড়াপের বিজেপি নেতা সুদীপ ঘোষ, বয়স ৩৭ বছর। গুড়াপ থানা ধনেখালি বিধানসভা গুড়বাড়ি গ্রাম পঞ্চায়েতের চোপা গ্রামের বাসিন্দা সুদীপ ধনেখালি মণ্ডল ২-এর মণ্ডল সভাপতি। পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) তিনি সমিতির প্রার্থীও ছিলেন। মনোনয়ন দাখিলের দিন থেকে গণনা পর্যন্ত তিনি শাসকদলের বিরুদ্ধে লড়াই করেছেন।

[আরও পড়ুন: ‘ED ডাকবে না’! কোটি কোটি টাকার ফ্ল্যাট কেলেঙ্কারিতে নুসরতের পাশে স্বামী যশ]

ঘটনা সূত্রে জানা গিয়েছে, গত ৩ আগস্ট সুদীপ কল্যাণীর (Kalyani) হোটেলে একটি ঘর ভাড়া নেন। ৪ তারিখ, শুক্রবার রাত দুটো নাগাদ ওই হোটেলের ঘর থেকেই পুলিশের মধ্যস্থতায় তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে হোটেল কর্তৃপক্ষ। খবর দেওয়া হয় গুড়াপে তাঁর বাড়িতেও। কল্যাণীতে এসে সুদীপের পরিবার ও বিজেপি নেতাদের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। সুদীপ আত্মহত্যা (Suicide) করার ছেলে নয়। তাঁদের প্রশ্ন, রাত দুটোর সময় কী করে হোটেল কর্তৃপক্ষ জানতে পারল যে সুদীপ আত্মহত্যা করেছেন?

[আরও পড়ুন: কারও সর্বনাশ… রাস্তায় সর্ষের তেলের ট্যাঙ্কার উলটে যেতেই লুট জনতার]

কাঁদতে কাঁদতে বাবা জানান, ছেলে দলের হয়ে খুব ভাল কাজ করে, দলের সঙ্গে ভাল সম্পর্ক। তাঁকে রাজনৈতিকভাবে দমাতে না পেরে তৃণমূল (TMC) খুন করিয়েছে। তিনি এও জানান, ছেলের বন্ধুর মতো ছিলেন তিনি। কথা হতো নিয়মিত। কিন্তু ছেলেকে এভাবে হারাতে হবে, ভাবতে পারেননি তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement