Advertisement
Advertisement

Breaking News

Rampurhat

রামপুরহাট মেডিক্যাল কলেজে রোগীর রহস্যমৃত্যু, শৌচাগারে মিলল ঝুলন্ত দেহ

যুবকের মৃত্যুর কারণ নিয়ে ঘনাচ্ছে রহস্য।

Hanging body of a patient found in Rampurhat Medical college | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 19, 2023 9:27 am
  • Updated:July 19, 2023 9:27 am  

নন্দন দত্ত, বীরভূম: রামপুরহাটে মেডিক্যাল কলেজে রোগীর রহস্যমৃত্যু। শৌচালয় থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আত্মহত্যা নাকি অন্যকিছু? ঘনাচ্ছে রহস্য।

জানা গিয়েছে, মৃত যুবকের নাম ভজন লেট। বয়স ২৫ বছর। বীরভূমের রামপুরহাটের বাসিন্দা তিনি। পরিবার সূত্রে খবর, মানসিক সমস্যা ছিল ওই যুবকের। সেই কারণেই দুদিন আগে ভজনকে রামপুরহাট মেডিক্যাল কলেজে ভরতি করা হয়। মঙ্গলবার রাতে নিজের জায়গায় দেখা যায়নি ভজনকে। এরপরই শৌচালয়ে মেলে ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতালে। খবর পেয়েই রামপুরহাট থানার পুলিশ যায় ঘটনাস্থলে। দেহ ময়নাতদন্তে পাঠানোর ব্যবস্থা করে।

Advertisement

[আরও পড়ুন: থানায় ঢুকে পুলিশকে ধমকানোর অভিযোগ শুভেন্দুর বিরুদ্ধে, বিডিওদের বললেন ‘চোর’!]

কিন্তু কীভাবে মৃত্যু হল ভজনের? প্রাথমিক তদন্তে অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই যুবক। যদিও বিষয়টা এখনও স্পষ্ট নয়। তবে এই ঘটনায় প্রশ্নের মুখে হাসপাতালের ভূমিকা। এ বিষয়ে এখনও হাসপাতালের কোনও প্রতিক্রিয়া মেলেনি। যুবকের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা।

[আরও পড়ুন: সুইসাইড নোটে বিজেপি কর্মীর নাম লিখে আত্মঘাতী তৃণমূল কর্মী, চাঞ্চল্য হলদিয়ায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement