সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হলদিয়া পেট্রোকেমিক্যালসের (Haldia Petrochemicals) আরও একটি গর্বের দিন। সোমবার, ১১ মার্চ হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড এবং দুই সহযোগী প্রতিষ্ঠান অ্যাডপ্লাস কেমিক্যালস এবং পলিমার প্রাইভেট লিমিটেড অত্যাধুনিক এল এম ডব্লিউ পি ই-পি ই ওয়াক্স উৎপাদন প্ল্যান্ট উদ্বোধন করল৷ এই প্ল্যান্টের প্রাথমিক লক্ষ্য কম আণবিক ওজনের পলিথিন-পি ই ওয়াক্স-এর উৎপাদন, যা বিশেষ ধরনের কেমিক্যালস এবং উন্নত পলিমার তৈরিতে মাইলফলক হবে।
এই বিরাট বিনিয়োগের মাধ্যমে চ্যাটার্জি গ্রুপ (TCG) এবং হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড (HPL) স্পেশালিটি কেমিক্যালস এবং অ্যাডভান্সড পলিমারের বিশ্বে প্রবেশ করল। “পলিফাস্ট” ব্র্যান্ডের অধীনে অত্যাধুনিক পণ্যগুলি প্লাস্টিক এবং রাবার শিল্পে বিপ্লব ঘটাবে বলেই মনে করা হচ্ছে। এছাড়াও রঙ, কালি, টোনার, কাগজের আবরণ, পাহাড়ি রাস্তার উপরিভাগ মজবুত করা এবং কসমেটিক এবং ত্বকের যত্নে কাজে আসা পণ্য তৈরি করা যাবে।
হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেডর এই প্ল্যান্টটি বর্জ্য-শূন্য তথা পরিবেশ বান্ধব। প্রকল্পটি আনুষ্ঠানিক ভাবে শুরু হয় ২০২২ সালের নভেম্বর মাসে। কঠিন বা তরল, কোনও ধরনের বর্জ্য তৈরি হবে না বলেই দাবি করা হয়েছে৷ প্ল্যান্টে তৈরি হওয়া পণ্য দেশীয় বাজারে অথবা বিদেশে রপ্তানি করা হবে। এই প্রকল্পে ৫০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। নতুন প্রকল্পে কর্মসংস্থানও তৈরি হচ্ছে। ইতিমধ্যে নতুন প্ল্যান্টে যোগ দিয়েছেন ৩০ জন ইঞ্জিনিয়ার এবং বহু শ্রমিক।
হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেডর ডিরেক্টর এবং CEO নবনীত নারায়ণ বলেন, হলদিয়ায় আমাদের অত্যাধুনিক LMW PE – PE ওয়াক্স উৎপাদন প্ল্যান্টের উদ্বোধন করতে পেরে আমরা গর্বিত। অ্যাডপ্লাস কেমিক্যালস এবং পলিমার প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর অশোক কুমার ঘোষ বলেন, এইচপিএল এবং টিসিজি লাইফসায়েন্সের সঙ্গে আমাদের সহযোগিতায় উন্নত রাসয়নিক পলিমার তৈরি হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.