Advertisement
Advertisement

ক্যানসার জয়ের সাহস দেখিয়ে বিশ্বমঞ্চে পুরস্কৃত বাংলার মেয়ে

নজির গড়লেন পাঁশকুড়ার নবনীতা৷

Haldia: Bengal girl rewarded in Canada

ছবিতে পুরস্কার মঞ্চে নবনীতা৷

Published by: Shammi Ara Huda
  • Posted:October 2, 2018 12:11 pm
  • Updated:October 2, 2018 12:11 pm  

চঞ্চল প্রধান, হলদিয়া: ক্যানসার জয়ের সাহস জোগাচ্ছেন মারণ রোগ জয়ী তরুণী৷ আর সেই কাজের কৃতিত্ব হিসেবে অর্জন করলেন আন্তর্জাতিক পুরস্কার৷ নবনীতা মণ্ডল৷বছর কুড়ির এই তরুণীকে সম্প্রতি পুরস্কৃত করেছে আমেরিকার ওয়ার্ল্ড কনফারেন্স অফ লাং ক্যানসার৷ কানাডার টরোন্টোতে ইণ্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অফ লাং ক্যানসার (আইএএসএলসি) নামের এক সেমিনারের আয়োজন হয়৷ বিশিষ্ট ক্যানসার বিশেষজ্ঞরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷

দু’হাজার পনেরোতে নবনীতার লাং ক্যানসার ধরা পড়ে৷ তাঁর বাড়ি পাঁশকুড়ার দক্ষিণ চাঁচিয়াড়া গ্রামে৷ এদিকে ক্যানসারে আক্রান্ত হয়েছে গ্রামের মেয়ে, এই খবর রটতেই কিছু মানুষ থেকে শুরু করে আত্মীয়-স্বজন সংক্রামক মারণ ব্যাধি বলে চাউর করে দেয়৷ তাঁরা নিজেরা যেমন কাছে ভিড়তে চাননি, তেমন কাউকে কাছে ভিড়তেও দেননি৷ এই ঘটনায় মানসিক যন্ত্রণা ও একাকিত্বে হতাশাগ্রস্ত হয়ে পড়েন ওই কলেজ পড়ুয়া ছাত্রী৷ টানা চিকিৎসায় দু’হাজার সতেরো সালে সে সুস্থ হয়ে ওঠে৷ মারণ রোগ
জয়ের পর ক্যানসার আক্রান্তদের পাশে দাঁড়াবার সংকল্প নেন ওই তরুণী৷ সেই মতো ময়নার নারকেলদার স্বেচ্ছাসেবী সংস্থা ‘প্রয়াস’-এর সঙ্গে যোগ দেন তিনি৷ এই সংস্থার সঙ্গেই গ্রামে গ্রামে ক্যানসার সচেতনতার প্রচার শুরু করেন৷ পাশাপাশি রোগীদের বাড়ি গিয়ে তাঁদের মানসিক শক্তি যোগানোরও কাজ শুরু করেন৷

Advertisement

[পরকীয়াতে বাধা, প্রেমিকের সাহায্যে বাড়িওয়ালাকে খুন ভাড়াটে মহিলার]

একজন ক্যানসার জয়ীর মুখে, মারণ রোগ জয়ের কথা শুনে রীতিমতো উজ্জীবিত রোগীরা৷ এই প্যালিয়াটিভ কেয়ার বা উপশম বিদ্যায় কাউন্সেলিংয়ের খবর পৌঁছায় বিদেশে৷ আমেরিকার ‘ওয়ার্ল্ড কনফারেন্স অফ লাং ক্যানসার’র সংস্থার কর্ণধাররাও নবনীতার কথা ও কাজ সম্পর্কে জানতে পারেন৷ তাঁরাই সম্প্রতি টরোন্টোতে ওয়ান থাউজেন্ড ইউ এস ডলার ও সার্টিফিকেট দিয়ে নবনীতাকে পুরস্কৃত করেছেন৷ পাঁশকুড়া বনমালি কলেজের এই ছাত্রী তাঁর কাজের পিছনে তমলুকের ক্যানসার বিশেষজ্ঞ ললিত খাঁড়া ও কলকাতা মেডিক্যাল কলেজের ডাঃ শ্যামল কুমার সরকারের অবদানের কথা উল্লেখ করেছেন৷ পাশাপাশি ‘প্রয়াসে’র অন্যতম সদস্য আদিত্যের নাম বিশেষভাবে উল্লেখ করছেন৷ তাঁর সুস্থ হয়ে ওঠা ও কাজের সাফল্যের পিছনে এঁদের সাহস, প্রেরণার বিশেষ ভূমিকা নিয়েছে৷ এবার সুইজারল্যান্ডের লুগানোতে ‘ইউরোপিয়ান স্কুল অফ অঙ্কোলজি’ একই কাজের জন্য চলতি মাসের পাঁচ তারিখে তাঁর হাতে আন্তর্জাতিক পুরস্কার তুলে দিচ্ছে৷ ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জার্নালে ঠাঁই পেয়েছে তাঁর ‘বিকজ আই ম্যাটার’ শীর্ষক রচনাটি৷ আগামীদিনে বোটানি ও প্যালিয়াটিভ কেয়ার নিয়ে গবেষণা করতে চান ওই তরুণী৷ তাঁর আগামীর সাফল্যের দিকে তাকিয়ে মেডিক্যাল সায়েন্স৷

[বিনয় তামাংকে খুনের হুমকি, উদ্বেগ প্রকাশ পর্যটনমন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement