Advertisement
Advertisement

Breaking News

Hair tied with roller coster, women beheaded, dies

বৈদ্যুতিন নাগরদোলায় জড়াল খোলা চুল, মাথা থেকে আলাদা হল খুলি, মর্মান্তিক মৃত্যু তরুণীর

একমাত্র সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ বাউড়ি দম্পতি।

Hair tied with roller coster, women beheaded, dies । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:April 14, 2023 3:23 pm
  • Updated:April 14, 2023 3:23 pm  

টিটুন মল্লিক, বাঁকুড়া: গাজনের মেলায় বৈদ্যুতিন নাগরদোলায় চড়তে গিয়ে বিপত্তি। খোলা চুল নাগরদোলার স্ক্রুতে জড়িয়ে মাথা থেকে আলাদা হল খুলি। বাঁকুড়া সদর থানা এলাকার এক্তেশ্বর চাঞ্চল্য।

জানা গিয়েছে, বছর কুড়ির নিহত প্রিয়াঙ্কা বাউড়ি বাঁকুড়ার ২ নম্বর ব্লকের ভাদুল গ্রামের বাসিন্দা। এক্তেশ্বরে গাজনের মেলা বসেছে। শুক্রবার সকালে এলাকারই বেশ কয়েকজনের সঙ্গে মেলায় গিয়েছিলেন প্রিয়াঙ্কা। ছোট থেকে নাগরদোলায় চড়তে বড়ই ভালবাসত প্রিয়াঙ্কা। তাই এদিন সকালেও নাগরদোলায় চড়েন তরুণী। চুল খোলা ছিল তাঁর। নাগরদোলা উপরে ওঠামাত্রই হাওয়ায় স্ক্রুর সঙ্গে চুল জড়িয়ে যায়। যন্ত্রণায় চিৎকার করতে থাকেন তরুণী। তা সত্ত্বেও তাঁকে রক্ষা করা সম্ভব হয়নি। নাগরদোলায় চুল জড়িয়ে যাওয়ার ফলে মাথার খুলি উপড়ে যায়।

Advertisement

[আরও পড়ুন: ইডেনে আজ ফিরতে পারেন বোলার রাসেল, কোচের নির্দেশে মাঠ পরিষ্কার করলেন রানারা]

তড়িঘড়ি প্রিয়াঙ্কাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তবে তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল। চিকিৎসকেরা তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। সেই অনুযায়ী তাঁকে স্থানান্তরের প্রক্রিয়াও শুরু হয়। তবে কালীসেন এলাকায় অ্যাম্বুল্যান্সেই মৃত্যু হয় প্রিয়াঙ্কার। কোল্ডস্টোরেজের শ্রমিক স্বপন বাউড়ি এবং মা বেলা বাউড়ির একমাত্র সন্তান প্রিয়াঙ্কা। তার আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন বাউড়ি দম্পতি। এলাকাতেও নেমেছে শোকের ছায়া।

[আরও পড়ুন: পাঁচবার কার্ডিয়াক অ্যারেস্ট, ৪৫ মিনিট পর রোগীর ‘প্রাণপ্রতিষ্ঠা’ করলেন বাঙালি চিকিৎসক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement