সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাইভেট প্র্যাক্টিসে যাবেন। তাই প্রসূতিকে ফেরালেন চিকিৎসক। আশঙ্কাজনক অবস্থায় অ্যাম্বুল্যান্সে উঠেই সন্তান প্রসব করলেন মহিলা।
সন্তানসম্ভবাকে অন্যত্র ট্রান্সফারের অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার হাবড়া হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে। পরিবারের অভিযোগ তাদের বলা হয়, রোগিণীর উচ্চ রক্তচাপ। তাই ভর্তি করা যাবে না। অস্ত্রোপচার করলে প্রাণ সংশয় হতে পারে। বারবার অনুরোধ করা সত্ত্বেও তাঁকে ভর্তি করা হয়নি বলে অভিযোগ করেছে পরিবার। এরপর ওই রোগিণী অ্যাম্বুল্যান্সে উঠেই সন্তান প্রসব করেন।
[রোগী ফেরাল একাধিক সরকারি হাসপাতাল, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কাটল জট]
শেষ পর্যন্ত মুখ বাঁচাতে মহিলা ও সদ্যোজাতকে ভর্তি নেয় হাবড়া হাসপাতাল। হাসপাতালের এই উদাসীনতার প্রতিবাদে বিক্ষোভ দেখান রোগীর আত্মীয়রা। আক্রমপুরের বাসিন্দা জ্যোত্স্না দাস মঙ্গলবার রাত ৮টা নাগাদ প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হতে যান হাবড়া হাসপাতালে। অভিযোগ, উচ্চ রক্তচাপ বলে অন্যত্র ট্রান্সফার করে দেন চিকিৎসক আলি। মহিলা জানান, যেতে যেতেই প্রসব হয়ে যেতে পারে তাঁর। নার্সরাও একই কথা বলেন। অভিযোগ, তা সত্ত্বেও তাঁদের কথায় কর্ণপাত করেননি চিকিৎসক।
[রেহাই পেল না ৬ মাসের শিশুও, চোখ ফুঁড়ে অ্যাসিড ইঞ্জেকশন]
শেষ পর্যন্ত অ্যাম্বুল্যান্সে সন্তান প্রসব করেন মহিলা। ঘটনার পর ডাক্তার আলিকে আর পাওয়া যায়নি। রোগীর আত্মীয়দের অভিযোগ, শুধুমাত্র প্রাইভেট প্র্যাক্টিসে যাবেন বলে প্রসূতিকে ট্রান্সফার করে দেন অভিযুক্ত চিকিৎসক। হাবড়া হাসপাতালের সুপার জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.