বিজেপি নেতা অতুল বাগদি। নিজস্ব চিত্র
সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: বিজেপি মণ্ডল সহ-সভাপতি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতের এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরের ৯ নম্বর ওয়ার্ডের ট্রাঙ্ক রোড এলাকায়। ভিত্তিহীন অভিযোগ বলে পালটা দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
অতুল বাগদি দুর্গাপুর (Durgapur) বিজেপির ১ নম্বর মন্ডলের সহ-সভাপতি । তাঁর অভিযোগ, বৃহস্পতিবার রাতে এলাকায় বসে ছিলেন তাঁর ভাই ও স্ত্রী। তাঁদের উত্যক্ত করেন অভিযুক্ত ভোলা পাসওয়ান ও তাঁর সাগরেদরা। তিনি প্রতিবাদ করায় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্ত। স্থানীয় থানায় ভোলা পাসওয়ানের বিরুদ্ধে অভিযোগ করেছেন ওই বিজেপি নেতা। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ (Police)। অভিযুক্ত যুবকের বাড়িতেও যান তাঁরা। তবে সেই সময় অভিযুক্ত বাড়িতে ছিল না বলে জানিয়েছে পুলিশ। সামনের একটি দোকানের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।
অতুল বাগদির অভিযোগ, “আমার ভাই এবং ভাইয়ের বউ বৃহস্পতিবার রাতে ট্রাঙ্ক রোডে বসেছিলেন। তখনই চার চাকার গাড়িতে করে এসে বেশ কয়েকজন তাঁদের উত্যক্ত করে। ভাই বিষয়টি আমাকে জানাতেই সেখানে আমি ছুটে আসি। তার পরেই আমাকে লক্ষ্য করে গুলি চালায়। তৃণমূল আশ্রিত দুষ্কৃতী ভোলা পাসওয়ান-সহ আরও বেশ কয়েকজন ছিল ওই গাড়িতে।” ঘটনার প্রতিবাদে, সন্ত্রাস মুক্ত ভোট করার দাবিতে শুক্রবার সকালে প্রতিবাদে নামেন বিজেপি (BJP) কর্মীরা। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূল (TMC) নেতৃত্বের। তৃণমূলের ব্লক সভাপতি রাজীব ঘোষ বলেন,”বিজেপি প্রচারে আসার জন্য পুরো ঘটনা সাজিয়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.