Advertisement
Advertisement

Breaking News

ফি মকুবের দাবি

ফি মকুবের দাবিতে ফের সরব অভিভাবকরা, মহেশতলায় ঘণ্টার পর ঘণ্টা পথ অবরোধ

মহেশতলা থানার পুলিশ পরিস্থিতি সামাল দেয়।

Guardian stage protest against the decision of school authority
Published by: Sayani Sen
  • Posted:August 6, 2020 1:42 pm
  • Updated:August 6, 2020 1:43 pm  

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: করোনা সংক্রমণ রুখতে লকডাউনের (Lockdown) শুরু থেকে স্কুলমুখো হয়নি পড়ুয়ারা। চলছে বাড়িতে বসে অনলাইন ক্লাসের মাধ্যমে পড়াশোনা। অভিভাবকদের দাবি, তবে তা সত্ত্বেও দিতে হচ্ছে সমস্ত রকমের ফি। তাতেই আপত্তি তাঁদের। করোনা পরিস্থিতিতে আর্থিক সংকটের কথা মাথায় রেখে ফি মকুবের দাবিতে সরব অভিভাবকরা। ফের রাস্তায় নেমে আন্দোলনে শামিল তাঁরা। বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা থানার গোপালপুরের চিল্ড্রেন ফাউন্ডেশন স্কুলের অভিভাবকরা বিক্ষোভ দেখান। স্কুলের সামনের রাস্তা অবরোধও করেন তাঁরা। 

অভিভাবকরা বৃহস্পতিবার ফি মকুবের দাবিতে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন। তাঁরা জানান, লকডাউনে অনলাইনে ক্লাস ছাড়া স্কুলের যাবতীয় কিছুই বন্ধ। তাই কেবলমাত্র টিউশন ফি-ই দেবেন তাঁরা। আদালতও তেমনই মত দিয়েছে। কিন্তু স্কুল কর্তৃপক্ষ কিছুতেই তা মানতে চাইছে না। এদিন কর্তৃপক্ষ তাঁদের জানিয়ে দিয়েছে, স্কুলের নির্ধারিত ফি জমা না দিলে ছাত্রছাত্রীদের অনলাইন পরীক্ষায় বসতে দেওয়া হবে না। তার প্রতিবাদেই এদিন তাঁরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে জানান।

Advertisement

[আরও পড়ুন: CBI-এর হাতে যাচ্ছে হেমতাবাদের বিধায়কের মৃত্যুর তদন্ত? কেন্দ্র ও রাজ্যকে নোটিস সুপ্রিম কোর্টের]

অভিভাবকরা বজবজ ট্রাঙ্ক রোড অবরোধ করে বিক্ষোভ দেখতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মহেশতলা থানার পুলিশ। এদিকে অভিভাবকদের দাবি নিয়ে এখনই স্কুল কর্তৃপক্ষ কিছু জানাতে রাজি হয়নি।

[আরও পড়ুন: শুক্রবার বেলা ১ টায় রাজ্য জয়েন্টের ফলপ্রকাশ, রেজাল্ট জানা যাবে এই সাইটগুলিতে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement