Advertisement
Advertisement

Breaking News

খুন

মদের দোকানের নিরাপত্তারক্ষীকে খুন, দেহ উদ্ধারে গিয়ে বাধার মুখে পুলিশ

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Guard of a liquor shop murdered by unknown person
Published by: Tiyasha Sarkar
  • Posted:November 11, 2019 1:23 pm
  • Updated:November 11, 2019 2:04 pm  

চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, আসানসোল: সরকারি মদের দোকানের নৈশপ্রহরীকে খুন ও লুঠপাটের ঘটনায় চাঞ্চল্য এলাকায়। সোমবার ঘটনাটি ঘটেছে হীরাপুর থানার নতুনডিহি এলাকায়। মৃতের নাম রবি ওঁরাও। এদিন সকালে ররি ওঁরায়ের দেহ পাওয়া যায় দোকানের বাইরের বারান্দায় রাখা খাটিয়ার উপর। প্রাথমিক তদন্তে অনুমান, শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই ব্যক্তিকে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে লুঠপাটের উদ্দেশ্যেই এই খুনের ঘটনা। সূত্রের খবর, দোকানের ক্যাশবাক্স থেকে লুঠ হয়েছে নগদ ৪৫ হাজার টাকা ও কয়েক পেটি বিদেশি মদ।

ঘটনার কথা প্রকাশ্যে আসতেই সোমবার সকাল থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ক্ষতিপূরণের দাবিতে মৃতের পরিবার বিক্ষোভ দেখাতে শুরু করে। পুলিশ দেহ উদ্ধারে গেলে বাধার মুখে পড়তে হয় তাঁদের। প্রায় তিনঘণ্টা পর মদের দোকানের মালিক ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের মৌখিক আশ্বাস দিলে দেহ তোলার অনুমতি দেওয়া হয়। মৃতের ভাইপো সুবীর ওঁরাও বলেন, “কাকা প্রথম থেকেই নৈশপ্রহরীর কাজ করছেন। দিনে ক্ষেতমজুরের কাজ করতেন। রাতে এখানে ডিউটি করতেন। তাঁর বিশেষ কোনও শত্রু ছিল না।” অপরাধীর কঠোরতম শাস্তির দাবি জানান তাঁরা।

Advertisement

asansol-dog

ঘটনার পরই স্থানীয় আদিবাসী মহিলারা  মদের দোকানটি তুলে দেওয়ার দাবি জানান। তাঁদের অভিযোগ, ওই এলাকাটি ফাঁকা ও প্রান্তিক এলাকা। ফলে মাঠে ঘাটে কাজ সেরে ফেরার পথে প্রায়শই মদ্যপদের পাল্লায় পড়তে হয় তাঁদের। তাঁরা জানান, ওই মদের দোকানের কারণেই অপরাধপ্রবণতা বাড়ছে হীরাপুরে।

[আরও পড়ুন: সপ্তাহের শুরুতেই শিয়ালদহ শাখায় জোড়া রেল অবরোধ, ভোগান্তিতে নিত্যযাত্রীরা]

আসানসোল দুর্গাপুর পুলিশের এডিসিপি পশ্চিম অনমিত্র দাস বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকায় পুলিশ কুকুর নামানো হয়েছে। অপরাধীরা দ্রুত ধরা পড়বে বলে মনে করছি। ময়নাতদন্তের পর বিস্তারিত  জানা যাবে।” তিনি বলেন, প্রাথমিক ধারণা লুঠপাটের উদ্দেশ্যেই এই খুন।

[আরও পড়ুন: অযোধ্যা রায়ের পর সম্প্রীতির নজির বর্ধমানে, নবী দিবসে লাড্ডু বিলি মুসলিমদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement