সংগ্রাম সিংহরায়, শিলিগুড়ি: তাঁকে খুনের হুমকি দেওয়া হচ্ছে এবং প্রাণনাশের হুমকি দিয়ে বেনামে তাঁর কাছে লাগাতার চিঠি আসছে। মঙ্গলবার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই দাবি করেছেন মোর্চা সভাপতি বিনয় তামাং। যদিও ওই হুমকিতে তিনি ভয় পাচ্ছেন না বলেই জানান জিটিএ বোর্ডের চেয়ারম্যান৷
[জোরে গান শুনতে মানা, মাকে কুপিয়ে খুন কিশোরের]
এদিন বিনয় বলেন, “গত বেশ কিছুদিন ধরে আমার কাছে এই ধরনের হুমকি চিঠি আসছে। তাতে খুনের হুমকি যেমন রয়েছে, তেমনই রাজনৈতিকভাবেও হুমকি দেওয়া হচ্ছে। তাতে অবশ্য আমি থামবার পাত্র নই। আমি সব সময় প্রকাশ্যে মানুষের মধ্যেই থাকি। ক্ষমতা থাকলে খুন করুক আমাকে। মানুষই তার বিচার করবে।” এমনকী, হুমকিবাজদের চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছেন তিনি৷ জানিয়েছেন, সাহস থাকলে প্রকাশ্যে এসে নিজেদের বক্তব্য তুলে ধরুক ওরা। নাম না করে বিমল গুরুংকে কটাক্ষও করেন বিনয় তামাং৷ বলেন, “অনেকে লুকিয়ে থাকেন। যারা লুকিয়ে থাকে তারা আসলে ভীতু।” যদিও এই বিষয়ে কোনও অভিযোগ দায়ের হয়নি বলেই পুলিশ সূত্রের খবর৷ দার্জিলিংয়ের পুলিশ সুপার অখিলেশ চতুর্বেদী বলেন, “এমন কোনও অভিযোগ আমাদের কাছে জিটিএ চেয়ারম্যান করেননি। অভিযোগ এলে গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে।” বিষয়টি জানেন না, রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেবও। তিনি বলেন, তাঁকে এই বিষয়ে বিনয় তামাং কিছু বলেননি। যদিও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি৷
[১০০ জন দুঃস্থকে নিয়মিত মধ্যাহ্ন ভোজ করাচ্ছেন এই যুবকের দল]
তবে বিনয় তামাংয়ের এই দাবিকে খুব একটা গুরুত্ব দিতে চাইছেন না জন আন্দোলন পার্টির সভাপতি হরকা বাহাদুর ছেত্রী। যদিও তিনি প্রকাশ্যে এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বিনয় তামাং ও বিমল গুরুংয়ের দু’টি আলাদা গোষ্ঠী তৈরি হয়ে গিয়েছে। প্রতিদিন পরস্পর পরস্পরের মুণ্ডপাত করছে। যা নিয়ে উত্তেজনার পারদ চড়ছে পাহাড়ে। এই নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিনয়। তিনি বলেন, এই ধরণের উস্কানিমূলক কথাবার্তা পাহাড়ে শান্তি বিঘ্নিত করতে পারে। তাই এর নিয়ন্ত্রণ প্রয়োজন বলে জানান তিনি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.