Advertisement
Advertisement

Breaking News

স্বামীর বন্ধুর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে প্রতারণার শিকার গৃহবধূ

উদ্ধার করল জিআরপি৷

GRP rescues woman in Katoa
Published by: Tanujit Das
  • Posted:November 30, 2018 9:33 am
  • Updated:November 30, 2018 8:53 pm  

ধীমান রায়, কাটোয়া: স্বামীর বন্ধুর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে লিপ্ত হয়ে চেন্নাই থেকে মুর্শিদাবাদে পালিয়ে এসেছিলেন ২৮ বছরের এক গৃহবধূ৷ কিন্তু তিন মাস পরেই তাঁর স্বপ্ন ভঙ্গ হল৷ বুঝতে পারলেন প্রতারণার শিকার হয়েছেন তিনি৷ কারণ,  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে বাড়ি নিয়ে এনেছিল যে প্রেমিক, এখন সেই তাঁকে ফেরত পাঠাতে চাইছে৷ বৃহস্পতিবার জোর করে তাঁকে ট্রেনেও তুলে দিয়েছিল সে৷ অবশেষে রেল যাত্রীদের তৎপরতায় কোনওক্রমে কেতুগ্রাম গঙ্গাটিকুরি স্টেশন থেকে ওই মহিলাকে উদ্ধার করল রেল পুলিশ৷ তাঁকে নিজেদের হেফাজতে রেখেছে কাটোয়া জিআরপি৷ যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে ওই মহিলার বাপের বাড়ির লোকদের সঙ্গে৷ লিখিত ভাবে ওই প্রেমিকের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের না করলেও, জিআরপির কাছে মৌখিক অভিযোগ করেছেন ওই মহিলা৷

[উপস্থিত বুদ্ধিতেই রক্ষা, প্রশাসনের সাহায্যে নিজের বিয়ে রুখল নাবালিকা]

Advertisement

কাটোয়া জিআরপি সূত্রে খবর, ওই মহিলার বাপের বাড়ি ওড়িশার জগৎসিংপুর জেলার নারায়ণদেব গ্রামে৷ দেড় বছরের একটি শিশুকন্যাকে নিয়ে পালিয়ে আসেন তিনি৷ মা-মেয়ে দু’জনকেই উদ্ধার করেছে কাটোয়া জিআরপি এবং তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে৷ জানা গিয়েছে, মহিলার স্বামীর নাম রাখাল মল্লিক৷ মদের নেশায় আসক্ত হয়ে থাকতেন তিনি এবং দীর্ঘদিন ধরে অসুস্থও ছিলেন৷ অসময়ে তাঁদের পাশে দাঁড়িয়েছিলেন স্বামীর বন্ধু তথা মুর্শিদাবাদের দেপাড়া এলাকার বাসিন্দা আসিফ শেখ৷ একটা সময় পর এই আসিফের সঙ্গেই বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি৷ সংসার বাঁধার স্বপ্ন দেখে চেন্নাই থেকে পালিয়ে আসেন মুর্শিদাবাদে৷ কিন্তু তিন মাসের মাথায় তাঁর স্বপ্ন ভঙ্গ হয়৷ তাঁর অভিযোগ, বিবাহের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে নিয়ে চেন্নাই থেকে মুর্শিদাবাদ এসেছিল আসিফ৷ কিন্তু তিন মাস পর থেকেই আসিফ ও তার মা কাকলী বিবি তাঁর উপর মানসিক অত্যাচার চালাতে থাকে৷ বৃহস্পতিবার তাঁকে জোর করে গঙ্গাটিকুরি স্টেশন থেকে ট্রেনে তুলে দেয় তারা৷ কিন্তু সহযাত্রীদের তৎপরতায় রক্ষা পান তিনি ও তাঁর দেড় বছরের মেয়ে৷

[উলুবেড়িয়ায় চোলাই মদের কারবারীদের ত্রাস এই ‘বীরাঙ্গনা’ গৃহবধূ]

বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান কাটোয়ার জিআরপি থানার ওসি কুমার বিজয় সিং৷ ওই মহিলার স্বামীর সঙ্গে যোগাযোগ করে তাঁকে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি। জানা গিয়েছে, ওই মহিলার স্বামী চেন্নাইয়ের একটি কারখানায় শ্রমিকের কাজ করেন এবং সেখানেই কাজ করতেন মুর্শিদাবাদের অভিযুক্ত আসিফও। সেখান থেকেই তাঁদের বন্ধুত্বের সূত্রপাত হয়৷ রাখালের বাড়িতে যাতায়াত ছিল আসিফের৷ সেই সূত্রেই তাঁদের পরিচয় এবং সেই পরিচয়ই শেষে প্রেমের সম্পর্কে পরিণত হয়৷ 

ছবি: জয়ন্ত দাস।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement