বাবুল হক, মালদহ: চলন্ত ট্রেনের বাতানুকূল কামরায় ধূমপান করাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড। মালদহ টাউন স্টেশনে আইসি-সহ কর্তব্যরত চারজন জিআরপি কর্মীকে বেধড়ক মারধর করল যাত্রীরা। আক্রান্তরা ভরতি হাসপাতালে। ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
[ সেলফিতে মজে পা হড়কে সটান খাদে, লাচুংয়ে মৃত্যু বাঙালি যুবতীর]
বাতানুকূল কামরা তো বটেই, চলন্ত ট্রেনের সাধারণ ও অসংরক্ষিত কামরায়ও ধূমপান করা নিষিদ্ধ। ধরা পড়লে যাত্রীদের কাছে মোটা অংকের জরিমানা আদায় করে রেল। কিন্তু, যাঁরা ধূমপানে আসক্ত, তাঁদের পক্ষে দীর্ঘ যাত্রাপথে ট্রেনে ধূমপান না করে থাকাও বেশ কষ্টকর। তাই চলন্ত ট্রেনে কর্তব্যরত টিটি কিংবা জিআরপি কর্মীদের নজর এড়িয়ে চলে ধূমপান। কেউ কেউ তো আবার স্রেফ সিগারেট খাওয়ার জন্য প্ল্যাটফর্মে নেমেও পড়েন।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ডাউন দার্জিলিং মেলের বাতানুকূল কামরায় ধূমপান করছিল কয়েকজন যাত্রী। বাধা দিতে গিয়ে রীতিমতো হেনস্তার মুখে পড়তে হল জিআরপি কর্মীদের। অভিযোগ, যাঁরা চলন্ত ট্রেনে ধূমপান করছিলেন, তাঁরা কর্তব্যরত পুলিশকর্মীদের কাছে পরিচয়পত্র দেখতে চান। এই নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়ে যায়। শেষপর্যন্ত ট্রেন যখন মালদা টাউন স্টেশন পৌঁছায়, তখন যাত্রীদের বোঝানোর চেষ্টা করেন জিআরপি-র মালদা টাউন স্টেশনের আইসি-সহ অন্য পুলিশকর্মীরা। কিন্তু, তাতে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দার্জিলিং মেলের যাত্রীরা দাবি করতে থাকে, যে ট্রেনে কর্তব্যরত পুলিশকর্মীদের তাদের হাতে তুলে দিতে হবে। এমনকী, জিআরপি-র মালদা টাউন স্টেশনের আইসি-কে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন আরও বেশ কয়েকজন পুলিশকর্মী। ঘটনায় দার্জিলিং মেলের ৬ জন যাত্রীকে গ্রেপ্তার করেছে জিআরপি।
[ ‘রক্ত দিন, প্রাণ বাঁচান’ – জীবনের মহান বার্তা নিয়ে ভ্রমণে নদিয়ার যুবক]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.