Advertisement
Advertisement
দার্জিলিং মেল

দার্জিলিং মেলে শ্লীলতাহানির অভিযোগ জিআরপির বিরুদ্ধে, বিক্ষোভে সহযাত্রীরা

অভিযোগ নিতে অস্বীকার করেছে মালদহ জিআরপি।

GRP allegedly molested passengers of darjeeling mail
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 12, 2019 9:41 am
  • Updated:September 12, 2019 9:41 am

বাবুল হক, মালদহ: এবার শিয়ালদহগামী দার্জিলিং মেলের মহিলা যাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ উঠল কর্তব্যরত জিআরপির বিরুদ্ধে। অভিযোগ, গোটা বিষয়টি জানিয়ে বুধবার মধ্যরাতে অভিযোগ জানাতে গেলে অভিযোগ নিতে টালবাহান করে মালদহ জিআরপি। এরপরই ক্ষোভে ফুঁসতে থাকেন যাত্রীরা। ট্রেনের মধ্যেই বিক্ষোভ দেখান তাঁরা। বাধ্য হয়েই শিয়ালদহ ফিরে অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নিয়েছেন যাত্রীরা।

[আরও পড়ুন:বাঁধে জলপান করতে গিয়ে মৃত্যু শাবকের, সন্তান শোকে গ্রামে হামলা গজরাজের]

জানা গিয়েছে, দার্জিলিং থেকে ফেরার পথে দার্জিলিং মেল মালদহ স্টেশনে ঢুকতেই এক মহিলার গায়ে হাত দিয়ে অশালীন আচরণ করে কর্তব্যরত জিআরপি দীপঙ্কর৷ অভিযোগ, শুধু ওই মহিলাই নন, ট্রেনের মোট চারটি কামরার মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করে ওই জিআরপি। ঘটনাটি জানাজানি হতেই প্রতিবাদে সরব হন ট্রেনের যাত্রীরা। অভিযোগ, মালদহ জিআরপিতে অভিযোগ জানাতে গেলে তাঁরা টালবাহানা করে। এরপর অভিযুক্ত জিআরপিকে ঘিরে ট্রেনের ভিতরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীরা। ইতিমধ্যেই বুধবার রাতের সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। 

Advertisement

জানা গিয়েছে, ট্রেন শিয়ালদহ পৌঁছতেই অভিযোগ দায়ের করবেন যাত্রীরা। এই প্রথম নয়, এর আগেও বারবার প্রশ্নের মুখে পড়েছিল রেলের নিরাপত্তা ব্যবস্থা। কয়েকদিন আগে দার্জিলিং মেলেই এক যাত্রীর কানে পোকা ঢুকে পড়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। প্রবল যন্ত্রণায় আর্তনাদ করতে শুরু করেন ওই যাত্রী। বিষয়টি নজরে পড়তেই ট্রেনের অন্যান্য যাত্রীরা রেলের টিকিট পরীক্ষকের কাছে চিকিৎসকের ব্যবস্থা করার জন্য অনুরোধ জানান। দায়িত্বে থাকা পুলিশকেও অনুরোধ করেন তাঁরা। কিন্তু তাঁরা স্পষ্টভাবে জানিয়ে দেন তাদের পক্ষে কোনও কিছুই সম্ভব নয়। এরপর চেন টানলে আজিমগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেন। সেখানে স্টেশন মাস্টারের ঘরের বাইরে চিকিৎসকের দাবি জানিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভও দেখায় যাত্রীরা। ফের রেলের একই ছবি প্রকাশ্যে। 

[আরও পড়ুন: বসুবাড়িতে প্রথমাতেই হয় উমার বোধন, অবাক করবে ৩০২ বছরের পুরনো পুজোর কাহিনি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement