শাহাজাদ হোসেন, ফরাক্কা: দুর্গাপুজো (Durga Puja 2023) মানেই এখন থিম। অধিকাংশ পুজো কমিটিই চেষ্টা করে থিমের মাধ্যমে বিশেষ বার্তা দেওয়ার। এবার পুজোয় মুর্শিদাবাদের ধুলিয়ান পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের যুবরাজ ক্লাব দিতে চলেছে বিশেষ বার্তা। মোবাইল টাওয়ারের কারণে পাখিদের যেভাবে ক্ষতি হচ্ছে তা কথায় ফুটিয়ে তোলা হবে মণ্ডপে। থিমের নাম, ‘তোমাদের অগ্রগতি, আমাদের দুর্গতি।’
বেশ কয়েকবছর ধরেই দুর্গাপুজোর আয়োজন করছে মুর্শিদাবাদের যুবরাজ ক্লাব। পুজো মণ্ডপ সাজিয়ে তুলছেন বাপ্পা ভৌমিক। মণ্ডপে দেখা যাবে, বাবুই, কোকিল, চড়ুই, বক, কাক, পায়রা-সহ শতাধিক প্রজাতির বিভিন্ন পাখি। পাশাপাশি থাকবে ৪ জি টাওয়ার, ডিস অ্যান্টেনা। ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গ দ্বারা কীভাবে পাখিরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে তা তুলে ধরা হবে মণ্ডপে। এবার তাঁদের বাজেট ৩ লক্ষ ২০ হাজার টাকা।
যুবরাজ ক্লাবের সম্পাদক ঝুলন প্রামাণিক বলেন, “মণ্ডপে ডিশ অ্যান্টেনা এবং মোবাইল টাওয়ারের কারণে পাখিরা বিপদে। সেই বার্তাই দেওয়ার চিন্তাভাবনা করা হয়েছে।”এ প্রসঙ্গে ক্লাব সম্পাদক বলরাম সিংহ জানান, “যোগাযোগের উন্নয়নের জন্য শহরে মোবাইল টাওয়ার থাকা প্রয়োজন। তার নেতিবাচক প্রভাবও রয়েছে। এই পুজো মণ্ডপের মাধ্যমে আমরা পাখিদের উপর এই টাওয়ারের কুপ্রভাব সকলের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। মণ্ডপের ভিতরে প্রতিমাকে দেখানো হবে কোনও অস্ত্র ছাড়াই। দেবীর হাতে আশ্রয় নেবে পাখিরা।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.