ছবি: প্রতীকী
সুমিত বিশ্বাস, পুরুলিয়া: লকডাউনের মাঝে রেশনের বিশেষ প্যাকেজ সকল দরিদ্র মানুষজনের কাছে পৌঁছে দিতে প্রায় দু’লক্ষ কুপন পুরুলিয়ার বাসিন্দাদেরকাছে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিল প্রশাসন। রাজ্যের খাদ্য ও সরবরাহ বিভাগের নির্দেশ অনুযায়ী আগামী ১০ এপ্রিল থেকে ওই কুপনের মাধ্যমে গ্রাহকরা রেশন দোকান থেকে গণবন্টনের সুবিধা পাবেন। তার আগেই মানুষের হাতে ওই কুপন পৌঁছে দেবে জেলা প্রশাসন।
শনিবার এই কুপন নিয়ে খাদ্য ভবনে বৈঠক করেন বিভাগীয় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mullick)। জানা গিয়েছে, এই কুপনে লেখা থাকবে গ্রাহকের নাম, ঠিকানা। সেইসঙ্গে ওই গ্রাহক কোন রেশন দোকান থেকে পণ্য সংগ্রহ করবেন তাও লেখা থাকবে। এছাড়া তিনি গণবন্টনের কোন প্রকল্পের আওতায় রয়েছেন উল্লেখ থাকবে সেই বিষয়টিরও। এই কুপনের দুটি অংশ থাকবে। পণ্য নেওয়ার সময় এক অংশ নিয়ে নেবে রেশন ডিলার। এবং গ্রাহককে সেই অংশে স্বাক্ষর করে দিতে হবে। আরেকটি অংশ থাকবে গ্রাহকের কাছে। খাদ্য ও সরবরাহ বিভাগ সূত্রে জানা গিয়েছে, বিধি মোতাবেক যাদের হাতে ডিজিটাল রেশন কার্ড রয়েছে তাঁরাই কেবল বর্তমানে গণবন্টনের সুবিধা পাচ্ছিলেন। কিন্তু এই লকডাউনের সময় যাতে সকল দরিদ্র মানুষেরা রেশনের সুবিধা পান সেই কারণেই এই ব্যবস্থা করছে খাদ্য ও সরবরাহ বিভাগ।
এ প্রসঙ্গে পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার বলেন, “প্রায় দু’লক্ষ কুপন আমরা এই জেলায় বাড়ি বাড়ি পৌঁছে দেব। যাতে ১০ এপ্রিল থেকে তারা রেশন দোকান থেকে গণবন্টনের সুবিধা পান।” বর্তমানে পুরুলিয়ার ৩১ লাখ মানুষ গণবন্টন ব্যবস্থার আওতায় রয়েছেন। রাজ্যের মধ্যে সবচেয়ে দরিদ্র জেলা প্রান্তিক পুরুলিয়া। এই জেলার জঙ্গলমহলের ন’টি ব্লকে দরিদ্র মানুষজনের সংখ্যা সবচেয়ে বেশি। তা সত্ত্বেও এখনও এই জেলার জঙ্গলমহলে রেশন নিয়ে বেনিয়ম চলছেই। যদিও কড়া হাতে এই সমস্যা সমাধানের চেষ্টা করছে জেলা প্রশাসন। পরপর দুটি ঘটনায় অভিযোগের ভিত্তিতেই বাঘমুন্ডি ও বোরোর আঁকরোর ২ রেশন ডিলারকে শো-কজ করে সাসপেন্ড করা হয়েছে। রাজ্যের খাদ্য ও সরবরাহ বিভাগ সূত্রে জানা গিয়েছে, রেশনের বিশেষ প্যাকেজ আগামী ছ’মাস অর্থাত তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত দেওয়া হবে। ফলে এই কুপনের বৈধতা থাকবে আগামী ছ’মাস।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.