ছবি: সংগৃহীত
অর্ণব আইচ: শ্রমিক কল্যাণের সরকারি তহবিলের কোটি-কোটি টাকা হাতাল সরকারি অফিসার। এক-দু কোটি নয়, অভিযুক্ত হাতিয়েছেন ১৭ কোটি ৮০ লক্ষ টাকা। ২১ ভুয়ো অ্যাকাউন্ট খুলে এই কীর্তি ঘটিয়েছিলেন তিনি। রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার তদন্তে উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য।
সরকারি প্রকল্পের বিপুল টাকা হাতানোর অভিযোগে সরকারি আধিকারিক তপনকুমার ঘোষকে আগেই গ্রেপ্তার করেছিল রাজ্যের দুর্নীতিদমন শাখা। মালদহের হবিবপুরে শ্রমদপ্তরের ইন্সপেক্টর পদে ছিলেন। প্রথমে তাঁর বিরুদ্ধে প্রায় ২০ লক্ষ টাকা সরকারি তহবিল তছরূপের অভিযোগ উঠেছিল। তদন্ত আরও এগোতেই জানা যায়, অঙ্কটা ২০ লক্ষ নয়, প্রায় ১৮ কোটি। টাকা হাতানোর ২৯টি মেমো উদ্ধার করেছে পুলিশ। হদিশ পেয়েছে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের। তদন্তে জানা গিয়েছে, ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত শ্রমদপ্তরের ওই ইন্সপেক্টর ভুয়ো চেক ইস্যু করে যোজনার টাকা প্রাপক শ্রমিকদের হাতে দেওয়ার বদলে তছরূপ করতে শুরু করেন। পুরো টাকা অন্তত ২১ ভুয়ো অ্যাকাউন্টে পাঠান। প্রথমে ১৫ লাখ ৬০ হাজার টাকা তছরূপ ধরা পড়ে। পরে এই তছরূপের পরিমাণ গিয়ে দাঁড়ায় কোটি-কোটি টাকার। যে অ্যাকাউন্টে তছরূপের টাকা ধরা পড়েছে, সেগুলি আত্মীয়দের সঙ্গে অভিযুক্তর জয়েন্ট অ্যাকাউন্ট। পরে অন্য অ্যাকাউন্টেও সেই টাকা পাঠানো হয় বলে অভিযোগ। যা অন্যান্য ক্ষেত্রে লগ্নিও করা হয়েছে।
মুখ্য সরকারি আইনজীবী দীপঙ্কর কুণ্ডু আদালতে জানান, রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা যোজনার তহবিলের টাকা অভিযুক্ত আধিকারিক শ্রমিকদের হাতে তুলে না দিয়ে নিজে হাতিয়ে নেন। এমনকী, অনেককে ভুয়ো শ্রমিক সাজিয়ে টাকা তোলার আবেদনও করিয়েছিলেন। সেই টাকা হাতিয়ছিলেন ধৃত সরকারি আধিকারিক। তাঁর সঙ্গে আর কেউ যুক্ত আছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.