Advertisement
Advertisement

জাল পাসপোর্ট তৈরির পিছনে সরকারি কর্মীরাই!

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম থানা এলাকা থেকে এই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করার পর তদন্তে নেমে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ৷

govt employees are there behind making of fake passport
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 31, 2016 9:56 am
  • Updated:July 31, 2016 9:56 am

স্টাফ রিপোর্টার: জাল পাসপোর্ট তৈরির চক্রের পিছনে রয়েছে সরকারি দফতরের কর্মীরা৷ এমনটাই আশঙ্কা তদন্তকারীদের৷ পাসপোর্ট অফিসের কর্মীদের মদতেই কি জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরি করত এই চক্র? উত্তর খুঁজতে তদন্তে নেমেছে পুলিশ৷ উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম থানা এলাকা থেকে এই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করার পর তদন্তে নেমে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ৷

একজনের নাম, অন্যজনের ঠিকানা, ছবি আবার আরেকজনের৷ ভোটার কার্ড থেকে ব্যাঙ্কের পাসবই, পাসপোর্ট তৈরির জন্য প্রয়োজনীয় সমস্ত নথি এই ভাবেই জালিয়াতি করত এই চক্র৷ পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া সমস্ত নথি সংশ্লিষ্ট দফতরগুলিতে পাঠানো হয়েছে৷ সূত্রের খবর, উদ্ধার হওয়া পাসপোর্টগুলির মধ্যে কয়েকটি পাসপোর্ট রানাঘাটের ছিল৷ শনিবার উত্তর ২৪ পরগনা জেলা পুলিশের একটি বিশেষ দল রানাঘাট-সহ অন্যান্য জায়গায় তদন্ত করতে যায়৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে যাঁদের নামে পাসপোর্টগুলি রয়েছে আদতে তাঁরা কোনও দিন পাসপোর্টের জন্য আবেদনই করেননি৷ প্রথমে পুলিশ ধারণা করে চুরি করা অথবা হারিয়ে যাওয়া নথির উপর জালিয়াতি করে জাল পাসপোর্ট তৈরি করত এই চক্র৷ তবে এদিনের তদন্তের পর রহস্য আরও ঘণীভূত হতে শুরু করেছে৷

Advertisement

খালি চোখে দেখলে উদ্ধার হওয়া পাসপোর্টগুলি আসলের চেয়ে কোনও অংশে কম নয়৷ যদি পাসপোর্টগুলি আসল হয় তা হলে নিশ্চিতভাবে সেগুলি পাসপোর্ট দফতর থেকেই তৈরি করা হয়েছে৷ ধৃতদের কাছ থেকে পাসপোর্ট তৈরির জন্য প্রয়োজনীয় নথি যেমন ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, ব্যাঙ্কের পাসবই উদ্ধার করেছে পুলিশ৷

সেক্ষেত্রে স্বভাবিকভাবে কয়েকটি প্রশ্ন উঠতে শুরু করেছে৷ তাহলে কি জাল নথি দিয়ে পাসপোর্ট অফিসের কোনও কর্মীর সাহায্যে এই জাল পাসপোর্ট তৈরি করত এই চক্র? পাসপোর্ট তৈরি করার আগে আবেদনকারীর তথ্য যাচাই করে পাসপোর্ট দফতর ও পুলিশের ডিআইবি শাখা৷ সেক্ষেত্রেও তথ্য যাচাইয়ে গাফিলতি হয়েছে বলে আশঙ্কা করছেন তদন্তকারীরা৷ পাসপোর্ট জালিয়াতিতে জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাই বিষয়টি হালকাভাবে নিতে নারাজ জেলা পুলিশ৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement