Advertisement
Advertisement

Breaking News

জাল পাসপোর্ট তৈরির পিছনে সরকারি কর্মীরাই!

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম থানা এলাকা থেকে এই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করার পর তদন্তে নেমে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ৷

govt employees are there behind making of fake passport
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 31, 2016 9:56 am
  • Updated:July 31, 2016 9:56 am  

স্টাফ রিপোর্টার: জাল পাসপোর্ট তৈরির চক্রের পিছনে রয়েছে সরকারি দফতরের কর্মীরা৷ এমনটাই আশঙ্কা তদন্তকারীদের৷ পাসপোর্ট অফিসের কর্মীদের মদতেই কি জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরি করত এই চক্র? উত্তর খুঁজতে তদন্তে নেমেছে পুলিশ৷ উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম থানা এলাকা থেকে এই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করার পর তদন্তে নেমে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ৷

একজনের নাম, অন্যজনের ঠিকানা, ছবি আবার আরেকজনের৷ ভোটার কার্ড থেকে ব্যাঙ্কের পাসবই, পাসপোর্ট তৈরির জন্য প্রয়োজনীয় সমস্ত নথি এই ভাবেই জালিয়াতি করত এই চক্র৷ পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া সমস্ত নথি সংশ্লিষ্ট দফতরগুলিতে পাঠানো হয়েছে৷ সূত্রের খবর, উদ্ধার হওয়া পাসপোর্টগুলির মধ্যে কয়েকটি পাসপোর্ট রানাঘাটের ছিল৷ শনিবার উত্তর ২৪ পরগনা জেলা পুলিশের একটি বিশেষ দল রানাঘাট-সহ অন্যান্য জায়গায় তদন্ত করতে যায়৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে যাঁদের নামে পাসপোর্টগুলি রয়েছে আদতে তাঁরা কোনও দিন পাসপোর্টের জন্য আবেদনই করেননি৷ প্রথমে পুলিশ ধারণা করে চুরি করা অথবা হারিয়ে যাওয়া নথির উপর জালিয়াতি করে জাল পাসপোর্ট তৈরি করত এই চক্র৷ তবে এদিনের তদন্তের পর রহস্য আরও ঘণীভূত হতে শুরু করেছে৷

Advertisement

খালি চোখে দেখলে উদ্ধার হওয়া পাসপোর্টগুলি আসলের চেয়ে কোনও অংশে কম নয়৷ যদি পাসপোর্টগুলি আসল হয় তা হলে নিশ্চিতভাবে সেগুলি পাসপোর্ট দফতর থেকেই তৈরি করা হয়েছে৷ ধৃতদের কাছ থেকে পাসপোর্ট তৈরির জন্য প্রয়োজনীয় নথি যেমন ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, ব্যাঙ্কের পাসবই উদ্ধার করেছে পুলিশ৷

সেক্ষেত্রে স্বভাবিকভাবে কয়েকটি প্রশ্ন উঠতে শুরু করেছে৷ তাহলে কি জাল নথি দিয়ে পাসপোর্ট অফিসের কোনও কর্মীর সাহায্যে এই জাল পাসপোর্ট তৈরি করত এই চক্র? পাসপোর্ট তৈরি করার আগে আবেদনকারীর তথ্য যাচাই করে পাসপোর্ট দফতর ও পুলিশের ডিআইবি শাখা৷ সেক্ষেত্রেও তথ্য যাচাইয়ে গাফিলতি হয়েছে বলে আশঙ্কা করছেন তদন্তকারীরা৷ পাসপোর্ট জালিয়াতিতে জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাই বিষয়টি হালকাভাবে নিতে নারাজ জেলা পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement