নিরুফা খাতুন: কলকাতা বিশ্ববিদ্যালয়ের পর এবার প্রেসিডেন্সিতে সারপ্রাইজ ভিজিট রাজ্যপালের। এদিন বেলা ১২ টা নাগাদ বিশ্ববিদ্যালয়ে পৌঁছন সিভি আনন্দ বোস। রাজ্যপাল প্রবেশ করতেই তাঁর সামনে বিক্ষোভ দেখায় ছাত্র সংঠন এসএফআইয়ের সদস্য-সমর্থকরা। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
জানা গিয়েছে, পূর্ব কোনও পরিকল্পনা ছিল না। বৃহস্পতিবার বেলা ১২ টা নাগাদ হঠাৎই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পৌঁছন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গাড়ি থেকে নেমে চলে যান বিশ্ববিদ্যালয়ের অন্দরে। দীর্ঘক্ষন বৈঠক করেন উপাচার্য অনুরাধা লোহিয়ার সঙ্গে। সূত্রের খবর, শিক্ষার পরিকাঠামো, বর্তমানে শিক্ষার পরিস্থিতি সংক্রান্ত একাধিক বিষয়ে কথা বলেন তাঁরা।
এদিকে এদিন ফের কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঘটনার পুনরাবৃত্তি ঘটে। বৃহস্পতিবার রাজ্যপাল পৌঁছতেই বিক্ষোভে শামিল হয় এসএফআই। রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান তাঁরা। জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিও হঠে। ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় চত্বরে স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়ায়। প্রসঙ্গত, দিন কয়েক আগে দিল্লি থেকে ফিরে সোজা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছিলেন রাজ্যপাল। ওইদিন একইদিনে ২ বার কলকাতা বিশ্ববিদ্যালয়ে যান তিনি। সেখানেও ছাত্র সংগঠনের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল তাঁকে। এদিন ফের একই ঘটনার পুনরাবৃত্তি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.