স্টাফ রিপোর্টার: রাজ্যে অস্বাভাবিক কারণে মৃত দুই ব্যক্তির পরিবারের একজন করে চাকরি পাবেন৷ সরকার এই ব্যবস্থা করবে৷ শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “নোট বাতিলের পরবর্তী পরিস্থিতিতে মারা গিয়েছেন ওই দু’জন৷ কালনায় আত্মঘাতী হন কৃষক৷ ব্যান্ডেলে এটিএমের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে মৃত্যু হয় বেহালা পর্ণশ্রীর কল্লোল রায়চৌধুরির৷ তাঁদের পরিবারের একজন করে চাকরি পাবেন৷ আমরা সেই ব্যবস্থা করেছি৷”
আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “রাজ্যে এখনও চিকিৎসকের অভাব রয়েছে৷ আমরা প্রায় ছয় হাজার চিকিৎসক ও নার্স নিয়োগ করতে চলেছি৷ আমাদের হাসপাতালগুলিতে চাপ প্রচুর৷ বেসরকারি হাসপাতালে যাঁরা প্র্যাকটিস করেন তাঁরাও যদি দিনে দু-তিন ঘণ্টা আমাদের পরিষেবা দেন তো ভাল হয়৷ বিষয়টি বিবেচনা করুন৷ ভিনরাজ্যের চিকিৎসকরাও স্বাগত৷” চিকিৎসক ও নার্স নিয়োগ নিয়ে বিরোধীদের মতামত ও পরামর্শও চেয়েছেন মুখ্যমন্ত্রী৷ বারুইপুর হাসপাতালে ব্লাড ব্যাঙ্ক হবে বলে এদিন জানান মুখ্যমন্ত্রী৷ উল্লেখ্য দক্ষিণ ২৪ পরগনার জেলা সদর ঘোষণার পর থেকে বারুইপুর হাসপাতালের উন্নতি যেমন হচ্ছে তেমনই চাপ বাড়ছে৷ সুন্দরবনের বড় অংশের মানুষ এই হাসপাতালের উপর নির্ভরশীল৷ সেখানে ব্লাড ব্যাঙ্ক করলে অসংখ্য মানুষ সুবিধা পাবেন৷ এই ঘোষণার পর বিধানসভায় সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে লক্ষ্য করে মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের টিপ্পনি “আপনার দল রক্তাল্পতায় ভুগছে৷ ব্লাড ব্যাঙ্ক করে দিন৷ ভাল হবে৷” উল্লেখ্য সুজনবাবু যাদবপুর থেকে জিতেছেন৷ তিনি আবার দক্ষিন ২৪ পরগনা জেলা সিপিএম সম্পাদক৷
মুখ্যমন্ত্রী বলেন, আর্থিক সঙ্কট তীব্রতর হয়েছে৷ চাষের বিজ কেনা মুশকিল হয়ে পড়েছে৷ এভাবে চললে তো খাদ্য সঙ্কট দেখা দেবে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.