Advertisement
Advertisement

চলতি বছরেই প্রাথমিক ও উচ্চপ্রাথমিকে শিক্ষক নিয়োগ

কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে এসে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একথা জানান৷

Government is planning to complete the teacher recruitment process in this year
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 28, 2016 9:28 am
  • Updated:July 25, 2022 12:51 pm  

স্টাফ রিপোর্টার: চলতি বছরের মধ্যেই প্রাথমিক ও উচ্চপ্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে চাইছে রাজ্য সরকার৷ মঙ্গলবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে এসে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একথা জানান৷ মন্ত্রী বলেন, বিপুল সংখ্যক প্রার্থী শিক্ষক নিয়োগের টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট)-এ বসেছিলেন৷ যাঁরা উত্তীর্ণ হয়েছেন তাঁদের পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে৷ তবে এত সংখ্যক প্রার্থী তাই নিয়োগে কিছুটা সময় লাগবে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান, যত দ্রুত সম্ভব সফলদের হাতে নিয়োগপত্র তুলে দিতে৷ সেই লক্ষ্যেই কাজ চলছে৷ পাশাপাশি শিক্ষামন্ত্রী এও বলেন যে, অনেকে বার বার আদালতে গিয়ে নিয়োগ প্রক্রিয়ায় বাধা দিতে চাইছে৷ শিক্ষার স্বার্থে, বেকার যুবক-যুবতীদের স্বার্থে এটা বোঝা উচিত, যে পরীক্ষা দিয়ে যাঁরা নিয়োগের অপেক্ষায় রয়েছেন, তাঁদেরও ধৈর্যের সীমা রয়েছে৷

প্রাথমিক ও উচ্চপ্রাথমিকের শিক্ষক নিয়োগে টেট-এর ফল প্রকাশের পর আবেদন জানানোর প্রক্রিয়া শুরু হয়েছে৷ প্রাথমিকে মোট শূন্যপদ রয়েছে ৪২ হাজার ৯৪৯৷ উচ্চপ্রাথমিকে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির জন্য শূন্যপদ রয়েছে ১৪ হাজার ৮৮৷ অন্যদিকে নবম-দশম ও একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিও জারি করেছে এসএসসি৷ নবম-দশমে শূন্যপদ রয়েছে ১০ হাজার ২৩৩৷ একাদশ-দ্বাদশের শূন্যপদ ৬ হাজার ২৯৬৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement