Advertisement
Advertisement

Breaking News

তদন্তে নয়া মোড়, সিবিআইয়ের হাতে এল রোজভ্যালি কর্তার ফোন 

বহু প্রভাবশালী ব্যক্তির সঙ্গে কথা হয়েছিল গৌতম কুণ্ডুর৷ কে কে রয়েছেন সেই তালিকায়?

Goutam Kundu’s phone may reveal new facts on Rose Valley scam
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 7, 2017 11:33 am
  • Updated:January 7, 2017 11:33 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোজভ্যালি কাণ্ডে নয়া মোড়৷ রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুর গোপন ফোন উদ্ধার করল সিবিআই৷ আর এই ফোন উদ্ধারের পরই রোজভ্যালি কাণ্ডে সামনে আসতে পারে বহু চাঞ্চল্যকর তথ্য৷ বহু প্রভাবশালী ব্যক্তির নাম এই কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছেন সিবিআই আধিকারিকরা৷

সম্প্রতি রোজভ্যালি কাণ্ডের তদন্ত করতে গিয়ে গৌতম কুণ্ডুর ফোনটি উদ্ধার করেন গোয়েন্দারা৷ এই ফোন মারফতই বহু প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে কথোপকথন সারতেন রোজভ্যালির কর্ণধার৷ নিজের ব্যবসাকে আরও প্রসারিত করা নিয়ে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে কথা হত তাঁর, এমনটাই জানিয়েছেন গোয়েন্দারা৷ রোজভ্যালি কর্তার ফোন হাতে আসার সঙ্গে সঙ্গেই সিবিআই আধিকারিকদের হাতে এসেছে গৌতম কুণ্ডু এবং প্রভাবশালী ব্যক্তিদের কথোপকথনের অডিও টেপ৷ সেই অডিও টেপের ভিত্তিতেই তদন্ত এগোবে বলে জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা৷ অডিও টেপের ভিত্তিতে সেই ব্যক্তিদের ডেকে জেরা করা হতে পারে বলে জানিয়েছেন গোয়েন্দা আধিকারিকরা৷ বহু প্রভাবশালী ব্যক্তির পাশাপাশি এই ঘটনায় উঠে এসেছে এক টলি অভিনেত্রীর নামও৷

Advertisement

গোয়েন্দারা জানিয়েছেন, রোজভ্যালি কর্তা খুবই গোপনে ব্যবহার করতেন এই ফোন৷ ফোনের তথ্য যাতে কোনওভাবেই ফাঁস না হয় তাই অন্যের নামে কেনা সিমকার্ড এই বিশেষ ফোনের জন্য ব্যবহার করতেন তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement