Advertisement
Advertisement

পাহাড়ে বড় ধাক্কা গুরুংকে, ধৃত প্রাক্তন মোর্চা সভাসদ

ভানু ভবনে হামলার নেপথ্যে নাকি এই সভাসদই৷

Gorkhaland agitation: Heavyweight Morcha leader Norbu G Lama held
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 5, 2017 9:52 am
  • Updated:August 5, 2017 10:45 am  

স্টাফ রিপোর্টার, শিলিগুড়ি: পাহাড়ে বড়সড় পদক্ষেপ নিল সিআইডি৷ গ্রেপ্তার করা হল মোর্চার কেন্দ্রীয় কমিটির নেতা তথা তাকদা ক্যান্টনমেন্টের প্রাক্তন জিটিএ সভাসদ নরবু লামাকে৷ শুক্রবার রাতে তাকে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করে সিআইডি৷ পাহাড়ে অশান্তি ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে৷

[বিয়েতে নারাজ, প্রেমিকের বাড়ির সামনে রাতভর ধরনায় প্রেমিকা]

Advertisement

গত আট জুন দার্জিলিংয়ের ভানু ভবনে পুলিশের উপর হামলার ঘটনায় অন্যতম অভিযুক্ত নরবু৷ এছাড়াও তার বিরু‌দ্ধে অস্ত্র আইন, সরকারি সম্পত্তি নষ্ট, অগ্নিসংযোগ-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে বলে সিআইডি সূত্রে খবর৷ ৮ জুন ভানু ভবনে মন্ত্রিসভার বৈঠক ছিল৷ বৈঠক শেষ হতেই অশান্তি ছড়ানোর চেষ্টা করে মোর্চা৷ পুলিশ বাধা দিলে হামলা হয় পুলিশের উপরেও৷ সিআইডির ডিএসপি গৌতম ঘোষাল বলেন, “ভানু ভবন ভাঙচুর সহ একাধিক মামলায় বেশ কিছুদিন ধরে খোঁজা হচ্ছিল নরবুকে৷ শুক্রবার শিলিগুড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে৷” তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করছেন সিআইডি আধিকারিকরা৷ ইতিমধ্যেই ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে শিলিগুড়ি আদালত৷

[বারুইপুর স্টেশন চত্বরে মায়ের সামনে কিশোরীর শ্লীলতাহানি, জালে অভিযুক্ত]

শোনা গিয়েছে, মোর্চা বিমল গুরুংয়ের খুব কাছের সঙ্গী নরবু লামা৷ সংগঠনের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে তাঁর কাঁধে৷ গত কয়েকদিনে পাহাড়ে যে অশান্তির পরিবেশ রয়েছে৷ তার নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই নরবু৷ যে কোনও বিক্ষোভ কর্মসূচীতে লোকবল জোগানোর দায়িত্ব ছিল তাঁর কাঁধেই৷ কীভাবে বিক্ষোভকে হিংসাত্মক রূপ দেওয়া যায়, সেই পন্থা নাকি নরবু খুব ভাল করেই জানেন৷ তাঁর গ্রেপ্তারি মোর্চার কাছে এক বড় ধাক্কা বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ এর জেরে পাহাড়ে নতুন করে অশান্তি ছড়ানোর আশঙ্কা করছেন তাঁরা৷

[কবিগুরুর কলম চুরি, সমন গেল জোড়াসাঁকোয়!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement