Advertisement
Advertisement

Breaking News

থানায় মত্ত যুবকদের তাণ্ডব, মহিলা পুলিশের শ্লীলতাহানি

সবই ঘটল বড়দিনের রাতে৷

Goons thrash cop
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 26, 2016 2:43 pm
  • Updated:June 13, 2022 4:07 pm  

নিজস্ব সংবাদদাতা, বারাকপুর: থানায় ঢুকে তাণ্ডব চালাল একদল মত্ত যুবক৷ মহিলা পুলিশের শ্লীলতাহানি৷ পুলিশকর্মীদের বেধড়ক মারধর৷ ভাঙচুর৷ সবই ঘটল বড়দিনের রাতে৷

ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার ঘোলা থানা৷ বড়দিনের রাতে প্রকাশ্যে মদ্যপান চলছিল পানিহাটি পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের সি ব্লকের একটি মাঠে৷ সে সময় এলাকায় টহল দিচ্ছিল ঘোলা থানার পুলিশ৷ প্রকাশ্যে মদ্যপানের সময় তিন যুবককে হাতেনাতে ধরে ফেলে পুলিশ৷ পরে তাদের নিয়ে আসা হয় ঘোলা থানায়৷ পুলিশ যখন ওই তিন যুবককে ধরে নিয়ে আসছিল তখনই পুলিশকে উদ্দেশ্য করে গালিগালাজ শুরু করে তারা৷ ফোনে খবর দেয় বন্ধুদের৷ তিন যুবককে থানায় নিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই সেখানে চড়াও হয় প্রায় ৩০ জন উন্মত্ত যুবক৷ সকলেই মদ্যপ অবস্থায় ছিল বলে জানিয়েছে ঘোলা থানার পুলিশ৷ প্রথমে তিন বন্ধুকে পুলিশের হাত থেকে জোর করে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে তারা৷ তাতে সফল না হওয়ায় থানায় কর্তব্যরত পুলিশকর্মীদের উপর চড়াও হয় তারা৷

Advertisement

সেসময় থানার গেটে প্রহরারত ছিলেন এক মহিলা পুলিশকর্মী৷ সেই পুলিশকর্মীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে তারা৷ মহিলা পুলিশকর্মীকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়৷ তাঁর শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ৷ এরপর থানার মধ্যে ঢুকে অন্য পুলিশকর্মীদেরও মারধর করা হয়৷ ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে নিচুতলার পুলিশকর্মীদের মধ্যে৷ পুলিশ জানিয়েছে, বড়দিন উপলক্ষে এলাকায় বিশেষ টহলদারির ব্যবস্থা করা হয়েছিল৷ এর আগের বছরগুলিতে এই সময় একাধিক অভিযোগ এসেছিল৷ তার প্রেক্ষিতেই এবার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল৷ রাতে এলাকার সর্বত্র টহল দিয়েছে পুলিশ৷

এই ঘটনার খবর পেয়ে কিছুক্ষণ পর ঘটনাস্থলে আসে অতিরিক্ত পুলিশ বাহিনী৷ তারপর পরিস্থিতি আয়ত্তে আসে৷ ঘটনায় রিণ্টু রায়, বাপি চৌধুরি, সোনু চন্দ্র ও নারায়ণ দাস-সহ এই ঘটনায় মোট সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ ধৃতদের আজ বারাকপুর আদালতে তোলা হবে৷ ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement