Advertisement
Advertisement

এবার ‘ভারচুয়াল’ ভ্রমণের সুযোগ করে দিচ্ছে গুগল

গুগল ম্যাপ অ্যাপের সবচেয়ে আকর্ষণীয় ফিচারটি নিঃসন্দেহে ৩৬০ ডিগ্রি ক্যামেরা৷

Google Map helps you explore Bengal in a 360 degree way
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 3, 2016 6:43 pm
  • Updated:November 3, 2016 7:51 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে, বাঙালির পায়ের তলায় সরষে৷ বছরভর বাঙালির ভ্রমণপিপাসু মনটি অজানার টানে এদিক-সেদিক ছুটে যেতে চায়৷ কিন্তু ইচ্ছে থাকলেই উপায় কি সবসময় হয়? হয়, প্রযুক্তির কল্যাণে আজকের দিনে কী না হয়! ভেবে দেখুন তো, বাড়ি বসেই যদি অচেনা কোনও ঐতিহাসিক স্থানে ঘুরে বেড়ানো যায় কিংবা যদি দেখে নেওয়া যায়, তাজমহলের অন্দরমহলটি ঠিক কেমন! তাহলে মন্দ হত না৷ কিন্তু কীভাবে? আপনার স্মার্টফোনে ইন্টারনেট আর সেই সঙ্গে ‘গুগল ম্যাপ’ অ্যাপ থাকলেই কেল্লা ফতে৷ সার্চ ইঞ্জিন গুগল-এর উদ্যোগে ‘গুগল ম্যাপ’ অ্যাপ যেন গুপি বাঘা’র সেই আশ্চর্য জুতোজোড়া, যাতে ভর দিয়ে এক ক্লিকে ঘুরে আসা যাবে কলকাতা তথা বাংলার বিখ্যাত জায়গাগুলির  অন্দরমহলে৷

এই অ্যাপের সবচেয়ে আকর্ষণীয় ফিচারটি নিঃসন্দেহে ৩৬০ ডিগ্রি ক্যামেরা৷ টেক স্যাভি প্রজন্ম এ ক্যামেরার বিষয়ে বেশ ভালভাবেই অবগত৷ ৩৬০ ডিগ্রি ক্যামেরায় তোলা ভিডিও বা ছবিতে কোনও একটি স্থান অত্যন্ত নিখুঁতভাবে দেখে নেওয়ার সুযোগ পান দর্শকরা৷ অর্থাৎ সেই এলাকায় না গিয়েও মনে হবে যেন সেখানেই ঘুরে বেড়াচ্ছেন৷ এককথায়, ভারচুয়াল ট্যুর৷

Advertisement

ইতিমধ্যেই কলকাতা তথা গোটা দেশে ‘গুগল ম্যাপ’ অ্যাপ দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে৷ বর্তমানে এই ম্যাপ ব্যবহার করছেন ১০ লক্ষেরও বেশি ভারতীয়৷ এবার এই অ্যাপের মাধ্যমে খুব সহজেই সারা বাংলা ভারচুয়ালি ঘুরে দেখার সুযোগ পাবেন এটির ব্যবহারকারীরা৷ গোটা দেশের মোট ২৫০টি দর্শনীয় স্থানের মধ্যে পশ্চিমবঙ্গের ২৮টি স্থান রয়েছে এই অ্যাপের তালিকায়৷ মুর্শিদাবাদের হাজারদুয়ারি অথবা বিষ্ণুপুরের রাসমঞ্চের পাশাপাশি ভিক্টোরিয়া মেমোরিয়াল, ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট, জনপ্রিয় শপিং কমপ্লেক্স সিটি সেন্টার, কোয়েস্ট মল-সহ কলকাতার মোট আটটি স্থান ৩৬০ ডিগ্রি ঘুরে দেখার সুযোগ রয়েছে এই অ্যাপে৷

google_web

ঘুরে দেখার বাইরে গুগল ম্যাপ অ্যাপে রয়েছে আরও কিছু কাজের ফিচার৷ যেমন ‘নিকনেমিং’ ফিচার৷ সেটি কী? ধরুন, কোনও হোটেলের নাম আপনি নিজের পছন্দমতো একটি নামে সেভ করে রেখেছেন৷ গুগল ম্যাপ অ্যাপে সেই সেভ করা নাম দিয়ে খুঁজলেই পরবর্তীকালে হোটেলটির আসল নাম খুঁজে পাওয়া যাবে৷ বৃহস্পতিবার কলকাতার একটি পাঁচতারা হোটেলে গুগল ম্যাপসের প্রোগ্রাম ম্যানেজার সঙ্কেত গুপ্তা বলছেন, “এই অ্যাপ থেকে অনায়াসেই জানা যাবে ট্রাফিকের খবর বা ট্রেনের সময়সূচি৷ ওলা বা উবের ট্যাক্সিতে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছতে কত খরচ হতে পারে, তাও বলে দেবে এই অ্যাপ৷ আবার আপনার ভ্রমণের পথে কোন রেস্তোরাঁ, পেট্রোল পাম্প রয়েছে, তাও দেখে নিতে পারবেন এই ম্যাপে৷ এর পাশাপাশি অফলাইন ম্যাপ ডাউনলোড করে রাখারও অপশন থাকছে৷ সেক্ষেত্রে ইন্টারনেটের প্রয়োজন হবে না৷ মূলত, ভারতের কথা মাথায় রেখেই এই ফিচারটি যুক্ত করা হয়েছে৷ গত পুজোর মরশুমে শহরের প্যান্ডেলের রাস্তার হালহদিশও জুগিয়েছিল এই ম্যাপ৷”

এর বাইরেও রয়েছে আরেকটি আকর্ষণীয় ফিচার৷ গুগল ম্যাপ অ্যাপের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারবেন আপনিও৷ কীভাবে? এই অ্যাপেই ‘লোকাল গাইড’ হওয়ার অপশন রয়েছে৷ অর্থাৎ গুগল ম্যাপে কোনও স্থানের নাম, কোনও রেস্তোরাঁর রিভিউ ইত্যাদি প্রভৃতি যুক্ত করতে পারবেন আপনিও৷ যার উপহার হিসেবে পাবেন পয়েন্ট৷ পয়েন্টের সেঞ্চুরি হাঁকাতে পারলেই থাকবে গুগল-এর তরফে আকর্ষণীয় পুরস্কার৷ পেতে পারেন সান ফ্রান্সিসকোর গুগল-এর অফিস দেখে আসার সুযোগও৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement